Home Education Alerts নার্সিং-প্যারামেডিক্যাল কোর্স করে চাকরির সুবর্ণ সুযোগ

নার্সিং-প্যারামেডিক্যাল কোর্স করে চাকরির সুবর্ণ সুযোগ

35
0

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বেকারত্ব এখন বড় সমস্যা। তবে নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সের নানা ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের পরীক্ষার ভর্তির ফর্ম ফিলআপ শুরু। ১১টি কোর্স রয়েছে এখানে। এগুলি হল: নার্সিং, ফিজিওথেরাপি, অডিওলজি ও স্পিচল্যাঙ্গোয়েজ প্যাথোলজি, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি, পারফিউশন টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, ইলেক্ট্রো ফিজিওলজি, রেডিওলজি এবং ইম্যাজিং সায়েন্স ও ডায়ালিসিস।
কোর্সগুলি সরকারি বা বে-সরকারি প্রতিষ্ঠানে করা যেতে পারে। আবার যে সব প্রতিষ্ঠানে এসব বিষয়ে পড়ানো হয়, সেগুলির ৩ রকম ভাগ রয়েছে। যেমন — সরকারি মেডিক্যাল কলেজ, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান এবং বেসরকারি কলেজ। কোর্সগুলির মধ্যে নার্সিংয়ে গ্র্যাজুয়েশন (বি এসসি নার্সিং) পড়ানো হয় ২৮টি প্রতিষ্ঠানে। দেড় হাজারের বেশি সিট রয়েছে। এছাড়া বাকি ১০টি কোর্স প্রায় ৩৬টি ইনস্টিটিউশনে পড়ানো হয়ে থাকে। এক্ষেত্রে রয়েছে প্রায় ৭৫০টি সিট।
আবেদনকারীদের ন্যূনতম বয়স হতে হবে ১৭ বছর। একাদশ – দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে পড়ে থাকতে হবে। ২টি পেপারে দিতে হবে পরীক্ষা। প্রাথমিক পর্বে থাকবে ১০০ নম্বরের পদার্থবিজ্ঞান ও রসায়ন।দ্বিতীয় পর্বে থাকবে ১০০ নম্বরের জীববিদ্যা। প্রশ্নপত্র ইংরিজি এবং বাংলা দুটি ভাষাতেই হবে। পরীক্ষা ১০ মে। ফর্ম ফিলাপ চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। জয়েন্ট এন্ট্রান্স ফর নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল অ্যালাইড সায়েন্স – ওয়েবসাইট www.wbjeeb.nic.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here