কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্রেড-৪ (বেয়ারা, পিওন, চৌকিদার, ওয়ার্কশপ জুগালি ইত্যাদি) পদে ৫৫ জনকে নিচ্ছে অসম সরকারের ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশনে। নিয়োগ হবে রাজ্যের ৫টি নতুন পলিটেকনিকে। প্রার্থীকে অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে।
তিনসুকিয়া: শূন্যপদ ১১টি। মরিগাঁও: শূন্যপদ ১১টি। চিরাং: শূন্যপদ ১১টি। উদালগিরি: শূন্যপদ ১১টি। হায়লাকান্দি: শূন্যপদ ১১টি।
অষ্টম শ্রেণি পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ১২,০০০ – ৫২,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৩,৯০০ টাকা।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। বাছাই পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। নথিপত্র যাচাইয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স ও তার মূলগুলি সহ ৩ কপি স্বপ্রত্যয়িত পাসপোর্ট মাপের ছবি সঙ্গে নিয়ে যাবেন।
আবেদন করবেন অনলাইনে www.dte.assam.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২০ মার্চের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি, সই, যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, কাস্ট, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ইত্যাদি স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করে সময় আপলোড করতে হবে। এবার ইউনিক নম্বর সহ সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 06/2020। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করুন:– https://dte.assam.gov.in/sites/default/files/swf_utility_folder/departments/dte_medhassu_in_oid_5/portlet/level_1/files/adv_gradeiv.pdf
অনলাইন আবেদন করুন:– https://dhemaji.dteassamforms.in/