কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল), জুনিয়র নার্স এবং জুনিয়র ফার্মাসিস্ট পদে ১২৮ জনকে নিচ্ছে দ্য ওড়িশা মাইনিং কর্পোরেশন লিমিটেডে। রেগুলার পদে নিয়োগ হবে। তার আগে ১ বছরের ট্রেনিং হবে। সফল ট্রেনিং শেষে ১ বছরের প্রবেশন। কেবল ওড়িশার প্রার্থীরাই আবেদন করবেন।
জুনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের শূন্যপদ ১০০টি। যে কোনও ডিসিপ্লিনের ডিগ্রিধারী প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বা পিজিডিসিএ ডিপ্লোমাধারী হতে হবে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ২৯,২০০ টাকা। পরে রেগুলারে মাইনে ২৯,২০০ – ৯২,৩০০ টাকা।
জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)-এর শূন্যপদ ৫টি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী হতে হবে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৩৫,৪০০ টাকা। পরে রেগুলারে মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল)-এর শূন্যপদ ১৪টি। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী হতে হবে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৩৫,৪০০ টাকা। পরে রেগুলারে মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
জুনিয়র নার্সের শূন্যপদ ৭টি। বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং নার্সিংয়ের ডিপ্লোমাধারী হতে হবে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ২৯,২০০ টাকা। পরে রেগুলারে মাইনে ২৯,২০০ – ৯২,৩০০ টাকা। সঙ্গে রেগুলারে কাজে যোগ দেওয়ার সময় ১টি অতিরিক্ত ইনক্রিমেন্ট।
জুনিয়র ফার্মাসিস্টের শূন্যপদ ২টি। বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং ফার্মাসির ডিপ্লোমাধারী হতে হবে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ২৯,২০০ টাকা। পরে রেগুলারে মাইনে ২৯,২০০ – ৯২,৩০০ টাকা।
সব পদের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।
আবেদন করতে হবে অনলাইনে omcltd.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৯ মার্চের মধ্যে। এরজন্য প্রার্থীর ১টি বৈধ ই-মেল আইডি এবং একটি মোবাইল নম্বর থাকা চাই। বিজ্ঞপ্তি নং 46/OMC। দরখাস্তের পদ্ধতি, ফি -সহ সববিষয়েই আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করুন:- https://omcltd.in/Portals/0/PDF/FinalAdvertisemntforNonExecutive.pdf