কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ক্লার্ক, ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ বিভিন্ন পদে ৫৬ জনকে নিচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কো-অপারেটিভ ইনস্টিটিউটে। প্রার্থীবাছাই করবে ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন। পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যের প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসেবে অসংরক্ষিত পদে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে তাঁরা কোনও সংরক্ষণের সুবিধা পাবেন না।
ক্লার্ক: মোট শূন্যপদ ১৩টি (অসং ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ১)। থোক মাইনে মাসে ২১,৫৫৯ টাকা।
ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ৩৪টি (অসং ১৮, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ২, ওবিসি-এ ৪, ওবিসি-বি ৩)। থোক মাইনে মাসে ২৫,৫৯৫ টাকা।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: মোট শূন্যপদ ২টি (অসং ১, ওবিসি-বি ১)। থোক মাইনে মাসে ১৭,৫২২ টাকা।
অ্যাসিস্ট্যান্ট-কাম-ক্যাশিয়ার-কাম-সুপারভাইজর: মোট শূন্যপদ ২টি (অসং ১, তঃজাঃ ১)। থোক মাইনে মাসে ১৯,০৪৭ টাকা।
অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ১টি (অসং)। থোক মাইনে মাসে ২৫,৬৪০ টাকা।
জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ২টি (অসং)। থোক মাইনে মাসে ২৮,৭০৮ টাকা।
ফিল্ড সুপারভাইজার (পুরুষ): মোট শূন্যপদ ১টি (তঃজাঃ)। পারিশ্রমিক প্রথম ৩ বছর মাসে ২০,০০০ টাকা। ৩ বছর কাজের পর থোক মাইনে মাসে ২৫,০৬৮ টাকা।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (মহিলা): মোট শূন্যপদ ১টি (ওবিসি-এ)। পারিশ্রমিক প্রথম ৩ বছর মাসে ২০,০০০ টাকা। ৩ বছর কাজের পর থোক মাইনে মাসে ২৪,৯৬৮ টাকা।
যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সঙ্গে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমএস অফিস ও ইন্টারনেট অপারেশন সহ বেসিক কম্পিউটার নলেজের ৬ মাসের কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারেন। তবে যাঁরা গ্র্যাজুয়েশন স্তরে কম্পিউটার অ্যাপ্লিকেশন একটি বিষয় নিয়ে পড়েছেন, তাঁদের ক্ষেত্রে কম্পিউটার নলেজের কোর্স পাশ না করে থাকলেও চলবে।
বয়স হতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন পরীক্ষায় থাকবে দুটি পেপার। প্রথম পেপারে থাকবে কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট, টেস্ট অফ রিজনিং, জেনারেল আওয়ার্নেস বিষয়ের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ১ ঘণ্টা ৩০ মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ৪টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে। দ্বিতীয় পেপারে থাকবে মোট ১০০ নম্বরের ইংলিশ ও বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বিষয়ের ৫০টি করে প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ১ ঘণ্টা ৩০ মিনিট। এরপর হবে ৫০ নম্বরের বেসিক কম্পিউটার নলেজ প্র্যাক্টিক্যাল টেস্ট এবং ১৫ নম্বরের ইন্টারভিউ/ মৌখিক পরীক্ষা। সবশেষে হবে নথিপত্র যাচাই। তখন যাবতীয় প্রমাণপত্রের মূল ও ১ কপি করে স্বপ্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যাবেন।
আবেদন করবেন অনলাইনে www[ডট]webcsc[ডট]org ওয়েবসাইটের মাধ্যমে, ৩ এপ্রিলের মধ্যে। এরজন্য প্রার্থীরা একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি (৫০ কেবি সাইজের মধ্যে), সই (৫০ কেবি সাইজের মধ্যে), বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (৫০ কেবি সাইজের মধ্যে), মাধ্যমিকের এডমিট/ সার্টিফিকেট (২ এমবি সাইজের মধ্যে), যাবতীয় পরীক্ষার মার্কশিট (প্রতিটি ২ এমবি সাইজের মধ্যে), থাকলে কাস্ট সার্টিফিকেট (২ এমবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করে সময় আপলোড করতে হবে। প্রথমে ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড। এগুলি যত্ন করে লিখে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ২০০ (পশ্চিমবঙ্গের তফশিলিদের ক্ষেত্রে ৪০) টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অতিরিক্ত ফি প্রার্থীকেই বহন করতে হবে। অনলাইনে ফি পেমেন্ট হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: ০১/২০২০। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করুন:– http://www.webcsc.org/doc/Advt_corrected_120200001.pdf
অনলাইন আবেদন করুন:– http://registration.webcsc.org/