কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রোগ্রামার (পিএইচপি), জুনিয়র প্রোগ্রামার, নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, নেটওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট, ডিটিপি অপারেটর ক্যাটেগরিতে কাজের ভিত্তিতে নিয়োগের জন্য ১১৭ জন কম্পিউটার প্রফেশনালের প্যানেল প্রস্তুত করবে হরিয়ানা স্টেট ইলেক্ট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (হার্ট্রন)।
প্রোগ্রামার (পিএইচপি): অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে বি ই কিংবা বি টেক (যে কোনও স্ট্রিমের)/ এম এসিস (কম্পিউটার সায়েন্স বা আইটি)/ এমসিএ/ “বি”/ “সি” কোর্স (ডিওই/ এনআইইএলআইটি থেকে) পাশ হতে হবে। অথবা ক) অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে এম এসসি (ফিজিক্স/ ম্যাথমেটিক্স/ স্ট্যাটিস্টিক্স) এবং অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে পিজিডিসিএ পাশ হতে হবে। খ) পিএইচপি, এমএস, অ্যাক্সেস, এমওয়াইএসকিউএলে সফটওয়্যার ডেভেলপমেন্টের জ্ঞান থাকতে হবে। জব ওয়ার্ক ফি ২৫,২০০ টাকা।
নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার: অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে বি ই কিংবা বি টেক (যে কোনও স্ট্রিমের)/ এম এসিস (কম্পিউটার সায়েন্স বা আইটি)/ এমসিএ/ “বি”/ “সি” কোর্স (ডিওই/ এনআইইএলআইটি থেকে) পাশ হতে হবে। অথবা ক) অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে এম এসসি (ফিজিক্স/ ম্যাথমেটিক্স/ স্ট্যাটিস্টিক্স) এবং অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে পিজিডিসিএ পাশ হতে হবে। খ) এমসিএসই/ সিসিএনএ/ ডিসিএনই/ লিনাক্স/ সোলারিস/ নেটওয়ার্কিংয়ে অন্তত ৩ মাসের ডিপ্লোমা/ সিস্টেম সিকিউরিটি -এর যে কোনও একটির সার্টিফিকেশন থাকতে হবে। গ) নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন বা বিভিন্ন ট্রাবলসুটিং হ্যান্ডলিংয়ে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জব ওয়ার্ক ফি ২৫,২০০ টাকা।
নেটওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট: অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে কম্পিউটার সায়েন্স/ আইটি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ বিসিএ/ বি এসসি (কম্পিউটার সায়েন্স/ আইটি),/ “এ”/ “বি” লেভেল (ডিওই/ এনআইইএলআইটি থেকে) ৩ বছরের ডিপ্লোমাধারী হতে হবে। খ) বিভিন্ন ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি ও ল্যান ইত্যাদির ট্রাবলসুটিং, অপারেশন ও মেন্টেন্যান্সের কাজে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমসিপি এমসিএসই/ সিসিএনএ/ ডিসিএনই/ লিনাক্স/ সোলারিস/ নেটওয়ার্কিং/ এ প্লাস সার্টিফিকেশন/ অন্তত ৩ মাসের ডিপ্লোমা/ সিস্টেম সিকিউরিটি -এর যে কোনও একটির সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার। জব ওয়ার্ক ফি ২০,২৫০ টাকা।
জুনিয়র প্রোগ্রামার (.নেট): ৫৫ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট এবং পিজিডিসিএ/ পিজিসিএ/ পিজিডিআইটি/ এপিজিডিসিএ হতে হবে। অথবা অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিসিএ/ বি এসসি (কম্পিউটার সায়েন্স/ আইটি), এমসিএ/ এম এসসি (কম্পিউটার সায়েন্স/ আইটি)/ বি টেক (যে কোনও সিস্টেমে) হতে হবে। অথবা অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন/ আইটি, “এ”/ “বি”/ “সি” লেভেল কোর্স পাশ হতে হবে। জব ওয়ার্ক ফি ২০,২৫০ টাকা।
ডিটিপি অপারেটর: ক) অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং সঙ্গে ডেস্কটপ পাবলিশিংয়ে ১ বছরের কোর্স কিংবা গ্র্যাজুয়েট এবং সঙ্গে ডেস্কটপ পাবলিশিংয়ে ৬ মাসের পুরো সময়ের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে। খ) ডিজাইনিং প্রিন্ট মিডিয়ায় ১ বছেরর কাজের অভিজ্ঞতা থাকা চাই।জব ওয়ার্ক ফি ১৮,২২৫ টাকা।
প্রার্থিবাছাইয়ের পরীক্ষা হবে পাঁঞ্চকুলায় হার্ট্রন ভবনে।
দরখাস্ত করবেন অনলাইনে hartron,org.in ওয়েবসাইটের মাধ্যমে, ৬ মার্চের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করুন:- https://hartron.org.in/wp-content/uploads/hartron-advertisement/2020/Advertisement25022020.pdf