Home Miscellaneous সিদ্ধিদাতা গনেশের আরাধনা

সিদ্ধিদাতা গনেশের আরাধনা

25
0
ganesh
ganesh

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ কৃষ্ণ পিঙ্গলা শঙ্খষ্টি চতুর্থী।গনপতির আরাধনায় দুর্ভোগ ও সংকটকাল কেটে যায় বলে কথিত রয়েছে।৯ জুন সন্ধ্যা ৭:৩৮ মিনিট পর্যন্ত্ তা চলেছে।এই তিথি পালনে সিদ্ধিদাতা গনেশ সমস্ত সমস্যা দূর করেন।এই দিনটিকে সঙ্কটমোচন বলা হয়ে থাকে।জানা যায়, সমস্ত সঙ্কট থেকে মুক্তি পেতে শ্রীগনেশের পূজা হয় শঙ্খষ্টি চতুর্থীতে।সূত্রের খবর, রাতে চাঁদ উপাসনা করার পাশাপাশি চাঁদ দেখার পর এই ব্রত ভাঙা হয়।এই চতুর্থীর উপাসনা ও উপবাস সব ধরণের দুর্ভোগ দূর করে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here