Home Miscellaneous টিপু সুলতান ও নাখোদা মসজিদ রীতি মেনে খুলছে

টিপু সুলতান ও নাখোদা মসজিদ রীতি মেনে খুলছে

43
0
Nakhoda_Mosque_Kolkata
Nakhoda_Mosque_Kolkata

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দূরত্ববিধি বজায় রেখে টিপু সুলতান ও নাখোদা মসজিদের দরজা খুলছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কম জমায়েতে শারীরিক দূরত্ব মেনে মসজিদ খোলা হচ্ছে। নামাজের পর আলিঙ্গন করা যাবে না। অন্যদিকে টিপু সুলতান মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিড় কমানো ও শারীরিক দূরত্ব বজায় রাখার ওপর বিশেষ নজর থাকবে। নামাজে অংশ নিতে পারবেন ২০-৩০ জন। নামাজের বাকি রীতিরেওয়াজ বাড়িতে পালন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here