কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নির্দেশ ও শর্তাবলী মেনে বেলুড়মঠ ও রামকৃষ্ণ মিশনের সব বিভাগ চালু হবে ১৫ জুন। অন্যদিকে কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দির আপাতত বন্ধই থাকছে। কালীঘাট মন্দির কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, পুণ্যার্থীদের স্যানিটাইজ করার বেশ কয়েকটি স্বয়ংক্রিয় প্রবেশদ্বার লাগানো হচ্ছে।
এই প্রক্রিয়া সচল করতে আরও কয়েকদিন লাগবে। আবার দক্ষিণেশ্বর মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকাপাকিভাবে খোলার আগে আমরা পরীক্ষামূলকভাবে মন্দির চালু করব। কীভাবে মন্দির খোলা হবে এবং দর্শনার্থীরা প্রবেশ করবেন, সেই সংক্রান্ত ট্রায়াল হবে। তাতে সফল হলে মন্দির খোলার কথা জানিয়ে দেওয়া হবে।