স্টিল অথরিটিতে নিয়োগ
ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল) পদে ১২৪ জনকে নিচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। কেমিক্যাল, সিভিল, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল এবং মেটালার্জি, এই ৭টি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে নিয়োগ হবে।
নিয়োগ হবে কোম্পানির বিভিন্ন প্লান্ট/ ইউনিট/ মাইন লোকেশনে। প্রমাণপত্র যাচাই করা হবে জিডি/ইন্টারভিউয়ের সময়।
সব সেমিস্টারে/ বছরে গড়ে অন্তত ৬৫ (তফশিলি/ প্রতিবন্ধী/ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী বিভাগীয় প্রার্থী হলে অন্তত ৫৫) শতাংশ নম্বর নিয়ে পাশ করা সংশ্লিষ্ট শাখার ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ডিগ্রিধারী হতে হবে। পূর্ণাঙ্গ তথ্য পাবেন ওয়েবসাইটে।
প্রার্থিবাছাই হবে ২০০ নমবরের কম্পিউটার বেসড, অনলাইন পরীক্ষা এবং পরবর্তীতে গ্রুপ ডিসকাশন/ ইন্টারভিউয়ের মাধ্যমে। ২০২৬ –এর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে অনলাইন পরীক্ষা হতে পারে। কলকাতায় পরীক্ষা কেন্দ্রে আছে।
শুরুতে নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস হিসেবে। তখন অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১-র অধীনে ১ বছরের ট্রেনিং হবে। এরপর সফল ট্রেনিং শেষে ১ বছরের প্রবেশন।
ট্রেনিংয়ের সময় ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল) পদের বেসিক পে মাসে ৫০,০০০ টাকা। নিয়োগ হবে ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা মাইনেতে। সফল ট্রেনিং শেষে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (E1) গ্রেডে নিয়োগ হলে মাইনে হবে ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
আবেদনের ফি- সাধারণ/ ওবিসি/ ইডব্লিউএস প্রার্থীদের জন্য ১,০৫০ টাকা। তফশিলি/ প্রতিবন্ধী/ প্রাঃসঃকঃ/ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য ৩০০ টাকা। ফি দেবেন অনলাইনে, নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ এটিএম-কাম-ডেবিট কার্ড –এর সাহায্যে। ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত।
আবেদন করবেন অনলাইনে www.sail.co.in বা www.sailcareers.com ওয়েবসাইটের কেরিয়ার পেজে গিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর থাকা চাই। আবেদন করার সময় (ডিজিটাল ফর্ম্যাটে) এখনকার ছবি ও সইয়ের স্ক্যান আপলোড করতে হবে। সব বিষয়ে পূর্মাঙ্গ তথ্য পাবেন ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং HR/REC/C-97/MTT/2025.

