Home Central Government স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় ৩৪৭ সায়েন্টিস্ট, প্যারামেডিক্স

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় ৩৪৭ সায়েন্টিস্ট, প্যারামেডিক্স

45
0

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্পোর্টস সায়েন্টিস্ট, স্পোর্টস মেডিসিন ও প্যারামেডিক্যাল স্টাফ পদে ৩৪৭ জনকে নিচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায়। নিয়োগ হবে ২ বছরের চুক্তিভিত্তিতে। তবে প্রয়োজনে চুক্তির মেয়াদ সর্বাধিক ৪ বছর পর্যন্ত বাড়তে পারে।
অ্যানথ্রোপোমিট্রিস্ট: শূন্যপদ ২৩টি (গ্রেড-ওয়ান ১২টি, গ্রেড-টু ১১টি)। গ্রেড ওয়ান পদের ক্ষেত্রে: ফিজিক্যাল অ্যানথ্রোপোলজিস্ট/ হিউম্যান বায়োলজির মাস্টার ডিগ্রিধারীরা সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। মূল মাইনে ৬০,০০০ – ৮০,০০০ টাকা। গ্রেড-টু পদের ক্ষেত্রে: ফিজিক্যাল অ্যানথ্রোপোলজিস্ট/ হিউম্যান বায়োলজির মাস্টার ডিগ্রিধারীরা সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে ৪০,০০০ – ৬০,০০০ টাকা।
এক্সারসাইজ ফিজিওলজিস্ট: শূন্যপদ ৩৪টি (গ্রেড-ওয়ান ১১টি, গ্রেড-টু ১৩টি, গ্রেড-থ্রি ১০টি)। গ্রেড-থ্রি পদের ক্ষেত্রে: ফিজিওলজির পিএইচডি ডিগ্রিধারীরা পিয়ার রিভিউ জার্নাল প্রকাশিত করে থাকলে এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। মূল মাইনে ৮০,০০০ – ১,০০,০০০ টাকা। গ্রেড-টু পদের ক্ষেত্রে: ফিজিওলজির মাস্টার/ এমডি ডিগ্রিধারীরা জাতীয়/ রাজ্য স্তরের খেলোয়াড়দের সঙ্গে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। মূল মাইনে ৬০,০০০ – ৮০,০০০ টাকা। গ্রেড-ওয়ান পদের ক্ষেত্রে: ফিজিওলজির মাস্টার/ এমডি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে ৪০,০০০ – ৬০,০০০ টাকা।
স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং এক্সপার্ট: শূন্যপদ ৬২টি (লিড ১২টি, গ্রেড-টু ৫০টি)। লিড পদের ক্ষেত্রে: স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং/ স্পোর্টস সায়েন্স/ স্পোর্টস কোচিংয়ের মাস্টার ডিগ্রিধারীরা সার্টিফাইড স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং স্পেশ্যালিস্ট / অস্ট্রেলিয়ান স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং অ্যাসোসিয়েশন লেভেল-২/ ইউনাইটেড কিংডম ফিটনেস ট্রেনার লেভেল-২ সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। মূল মাইনে ১,০০,০০০ – ১,৫০,০০০ টাকা। গ্রেড-টু পদের ক্ষেত্রে: স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং/ স্পোর্টস সায়েন্স/ স্পোর্টস কোচিং বা ফিজিক্যাল এডুকেশনের মাস্টার ডিগ্রিধারীরা সঙ্গে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। মূল মাইনে ৬০,০০০ – ৮০,০০০ টাকা।
বায়োমেকানিস্ট: শূন্যপদ ৩টি (লিড ১টি, গ্রেড-টু ২টি)। লিড পদের ক্ষেত্রে: বায়োমেকানিক/ স্পোর্টস সায়েন্স/ বায়ো-ফিজিক্সের পিএইচডি ডিগ্রিধারীরা ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। মূল মাইনে ১,০০,০০০ – ১,৫০,০০০ টাকা। গ্রেড-টু পদের ক্ষেত্রে: বায়োমেকানিক/ স্পোর্টস সায়েন্স/ বায়ো-ফিজিক্স/ ফিজিক্যাল এডুকেশনের মাস্টার ডিগ্রিধারীরা ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হবে হবে ৪৫ বছরের মধ্যে। মূল মাইনে ৬০,০০০ – ৮০,০০০ টাকা।
সাইকোলজিস্ট: শূন্যপদ ৪টি (গ্রেড-ওয়ান ১টি, গ্রেড-টু ২টি, গ্রেড-থ্রি ১টি)। গ্রেড-থ্রি পদের ক্ষেত্রে: ক্লিনিক্যাল সাইকোলজি/ অ্যাপ্লায়েড সাইকোলজির পিএইচডি ডিগ্রিধারীরা ৩ বছরে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। মূল মাইনে ৮০,০০০ – ১,০০,০০০ টাকা। গ্রেড-টু পদের ক্ষেত্রে: ক্লিনিক্যাল সাইকোলজি/ অ্যাপ্লায়েড সাইকোলজির মাস্টার ডিগ্রিধারীরা ১ বছরে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। মূল মাইনে ৬০,০০০ – ৮০,০০০ টাকা।
বায়োকেমিস্ট: শূন্যপদ ২টি। বায়োকেমিস্ট্রির মাস্টার ডিগ্রিধারীরা সঙ্গে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হবে হবে ৪৫ বছরের মধ্যে। মূল মাইনে ৬০,০০০ – ৮০,০০০ টাকা।
স্পোর্টস মেডিসিন: শূন্যপদ ১১টি (লিড ১০টি, গ্রেড-টু ১টি)। লিড পদের ক্ষেত্রে: স্পোর্টস মেডিসিনের এমডি/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীরা সঙ্গে ডিপ্লোমা পাশের পর ৫ বছরের বা এমডি পাশের পর ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। মূল মাইনে ১,০০,০০০ – ১,৫০,০০০ টাকা। গ্রেড-টু পদের ক্ষেত্রে: স্পোর্টস মেডিসিনের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীরা ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। মূল মাইনে ৬০,০০০ – ৮০,০০০ টাকা।
ফিজিওথেরাপিস্ট: শূন্যপদ ৪৭টি (গ্রেড-ওয়ান ৩৫টি, গ্রেড-টু ১২টি)। গ্রেড-টু পদের ক্ষেত্রে: ফিজিওথেরাপির মাস্টার ডিগ্রিধারীরা সঙ্গে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। মূল মাইনে ৬০,০০০ – ৮০,০০০ টাকা। গ্রেড-ওয়ান পদের ক্ষেত্রে: ফিজিওথেরাপির মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে ৪০,০০০ – ৬০,০০০ টাকা।
ম্যাসার/ ম্যাসাজ: শূন্যপদ ৭২টি। উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা স্বীকৃত সার্টিফিকেট কোর্স/ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্র্যাম পাশ করে থাকলে এবং জাতীয়/ রাজ্য স্তরের খেলোয়াড়দের সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অথবা মাধ্যমিক পাশ প্রার্থীরা স্বীকৃত সার্টিফিকেট কোর্স/ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্র্যাম পাশ করে থাকলে এবং জাতীয়/ রাজ্য স্তরের খেলোয়াড়দের সঙ্গে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ৩৫,০০০ টাকা।
ফার্মাসিস্ট: শূন্যপদ ১২টি। ফার্মাসির ডিপ্লোমাধারীরা সঙ্গে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ২৫,০০০ টাকা।
নার্সিং অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৩৬টি। নার্সিংয়ের ডিপ্লোমাধারীরা কোনও হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ২৫,০০০ টাকা।
ল্যাব টেকনিশিয়ান ফর মেডিক্যাল ল্যাব: শূন্যপদ ১২টি। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ডিপ্লোমাধারীরা কোনও হাসপাতাল/ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ২৫,০০০ টাকা।
ল্যাব টেকনিশিয়ান (নন মেডিক্যাল): শূন্যপদ ২৩টি। মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিনিক্স/ ইনস্ট্রুমেন্টেশনের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ৩৫,০০০ টাকা।
সবক্ষেত্রেই বয়সের হিসেব করতে হবে ১৫-২-২০২০ তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে ইন্টারভিউয়ের মধ্যে। ইন্টারভিউ হবে কলকাতা, ব্যাঙ্গালোর ও পাতিয়ালায়।
আবেদন করবেন অনলাইন https://sportsauthorityofindia.nic.in/saijobs ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করে সময় আপলোড করতে হবে। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here