ফিটার, টার্নার, মেশিনিস্ট, ড্রাফটসম্যান, টুল অ্যান্ড ডাই মেকার, ইনজেকশন মোল্ডিং মেশিন অপারেটর, ওয়েল্ডার, ইলেক্ট্রনিক মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, কোপা, সেক্রেটারিয়াল অ্যাসিঃ, ফ্রন্ট অফিস অ্যাসিঃ ট্রেডে ৪১ আসনে ট্রেড অ্যাপ্রেন্টিস নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনস্থ ন্যাভাল ফিজিক্যাল ওশানোগ্রাফিক ল্যাবরেটরিতে। ট্রেনিং শেষে NPOL -এর কোনও চাকরি দেওয়ার দায়িত্ব নেই। যাঁরা ইতিমধ্যেই কোনও সরকারি/ পাবলিক সেক্টরে ট্রেনিং নিয়েছেন বা নিচ্ছেন তাঁরা আবেদন করবেন না।
(সিরিয়াল নং ১) ফিটার ট্রেডে: আসন ৪টি। ফিটার ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে। (সিরিয়াল নং ২) টার্নার ট্রেডে: আসন ২টি। টার্নার ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে। (সিরিয়াল নং ৩) মেশিনিস্ট ট্রেডে: আসন ৩টি। মেশিনিস্ট ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে। (সিরিয়াল নং ৪) ড্রাফটসম্যান (মেক) ট্রেডে: আসন ১১টি। ড্রাফটসম্যান (মেক) ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে। (সিরিয়াল নং ৫) টুল অ্যান্ড ডাই মেকার (ডাই অ্যান্ড মোল্ড) ট্রেডে: আসন ১টি। টুল অ্যান্ড ডাই মেকার ট্রেডে ৩ বছরের আইটিআই পাশ হতে হবে। (সিরিয়াল নং ৬) ইনজেকশন মোল্ডিং মেশিন অপারেটর ট্রেডে: আসন ৪টি। প্লাস্টিক প্রসেসিং সেক্টর ট্রেড এবং ইনজেকশন মোল্ডিং প্রসেস ট্রেডে ১ বছরের আইটিআই পাশ হতে হবে। (সিরিয়াল নং ৭) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ট্রেডে: আসন ২টি। ওয়েল্ডার ট্রেডে ১ বছরের আইটিআই পাশ হতে হবে। (সিরিয়াল নং ৮) ইলেক্ট্রনিক মেকানিক ট্রেডে: আসন ৬টি। ইলেক্ট্রনিক মেকানিক ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে। (সিরিয়াল নং ৯) ইলেক্ট্রিশিয়ান ট্রেডে: আসন ৩টি। ইলেক্ট্রিশিয়ান ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে। (সিরিয়াল নং ১০) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রমিং অ্যাসিস্ট্যান্ট (কোপা) ট্রেডে: আসন ৩টি। কোপা ট্রেডে ১ বছরের আইটিআই পাশ হতে হবে। (সিরিয়াল নং ১১) সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ট্রেডে: আসন ১টি।স্টোনোগ্রাফি (ইংলিশ) এবং সেক্রেটারিয়াল প্র্যাক্টিস ট্রেডে ১ বছরের আইটিআই পাশ হতে হবে। (সিরিয়াল নং ১২) ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট ট্রেডে: আসন ৪টি। সেন্টার অফ এক্সেলেন্স স্কিমের অধীনে হসপিটালিটি সেক্টের এবং অ্যাডভান্সড মডিউল অফ সেন্টার অফ এক্সেলেন্স স্কিমের অধীনে ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট ট্রেডে ১ বছরের বোর্ড বেসড বেসিক ট্রেনিং থাকতে হবে।
সংরক্ষণ থাকবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ এবং অ্যাপ্রেন্টিসশিপ রুলস ১৯৯২ অনুযায়ী।
সিরিয়াল নং ১ থেকে ৭-এর প্রার্থীদের বাছাই হবে ১১ মার্চ, বুধবার, সকাল ৯টা থেকে। আর সিরিয়াল নং ৮ থেকে ১২-র প্রার্থীদের বাছাই হবে ১২ মার্চ, বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে। সংশ্লিষ্ট তারিখে কেন্দ্রে রিপোর্ট করতে হবে সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে। ঠিকানা: DROMI, NPOL (landmark – Near SBI NPOL Thrikkakara Branch, Kochi). সঙ্গে রাখতে হবে যাবতীয় সার্টিফিকেটের মূল, নির্ধারিত ফর্ম পূরণ করা দরখাস্ত (যার নির্ধারিত জায়গায় এখনকার তোলা ১ কপি পাসপোর্ট মাপের ছবি সেঁটে নিতে হবে) এবং যাবতীয় প্রমাণপত্রের ১ সেট স্ব-প্রত্যয়িত জেরক্স। বাছাই প্রক্রিয়ার আগে www.apprenticeship.gov.in ওয়েবসাইটে নিজের নাম রেজিস্টার করতে হবে। বাছাই প্রার্থীদের মেডিক্যাল টেস্ট হবে। বাছাইয়ের সময় কোনও টিএ বা ডিএ পাবেন না।
এরপর ১২ মাসের ট্রেনিং শুরু হবে ১ এপ্রিল থেকে। ট্রেনিংয়ের সময় ২ বছর এবং ৩ বছরের আইটিআই সার্টিফিকেটধারীরা মাসে ৮,০৫০ টাকা এবং ১ বছরের আইটিআই সার্টিফিকেটধারীরা মাসে ৭,৭০০ টাকা স্টাইপেন্ড পাবেন। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং NPOL/TA/01/2020। পূরণ করা দরখাস্ত পাঠাতে পারেন trainingofficer@npol.drdo.in ই-মেল আইডি -তেও।
দরখাস্তের বয়ান-সহ বিস্তারিত তথ্য পাবেন https://drdo.gov.in/whats-new/selection-process-engagement-trade-apprentices-npol-kochi ওয়েবসাইটে।
Home Central Government ৪১ ট্রেড অ্যাপ্রেন্টিস নিচ্ছে কোচির ন্যাভাল ফিজিক্যাল ওশানোগ্রাফিক ল্যাবরেটরিতে