Home Miscellaneous ইংল্যান্ডে মানুষের পরিষেবায় সদা-ব্যস্ত রোবট

ইংল্যান্ডে মানুষের পরিষেবায় সদা-ব্যস্ত রোবট

26
0
shoping robot
shoping robot

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে যন্ত্রমানব। লকডাউন পরিস্থিতিতে ইংল্যান্ডের শহর মিল্টন কিনেসে ব্যাপক জনপ্রিয় হয়েছে শপিং রোবট। সূত্রের খবর, গৃহবন্দি জীবনে আটকে পড়া মানুষের কাছে যন্ত্রমানবই বাজার ও অন্যান্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।

পাশাপাশি এই রোবট জনপ্রিয় হয়েছে কঠোর সামাজিক দূরত্বের বিধি কার্যকর হওয়ার পর থেকে। শহরের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর কর্মীদের জন্য খাদ্যসামগ্রীর ডেলিভারি দিচ্ছে রোবটগুলি। করোনা সংক্রমণ পরিস্থিতিতে রোবটরাও ব্যস্ততার তুঙ্গে।

শপিং রোবট নির্মাতা সংস্থা স্টারশিপ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এনএইচএস কর্মী সপ্তাহে ৮০ ঘন্টা কাজ করছেন। নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার সময় পাচ্ছেন না তাঁদের অনেকেই। এক্ষেত্রে তাঁরা রোবট ব্যবহার করছেন। বিপদের দিনে মানুষকে স্বস্তিও দিচ্ছে যন্ত্রমানব রোবট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here