কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ভারত উপমহাদেশে ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা।বঙ্গোপসাগর ও আরব সাগরে বাড়ছে তাপমাত্রা। বিশেষজ্ঞদের মতে, অত্যধিক গ্রিন হাউস গ্যাসের নির্গমন এই তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ। এই শতাব্দীর শেষে তাপমাত্রা বৃদ্ধির জন্য সমুদ্রতল প্রায় ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পাবে।ভূবিজ্ঞান মন্ত্রক সূত্রে জানা যায়, দেশে এই প্রথম জলবায়ু পরিবর্তনের মূল্যায়ন হয়েছে।অ্যাসেসমেন্ট অফ ক্লাইমেট চেঞ্জ ওভার ইন্ডিয়ান ওশান রিজিয়ন (এসিসিওআইওআর) তৈরি করা হয়েছে।পুনেতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মটোরোলজিক্যাল (আইআইটিএম ) এর বিজ্ঞানীরা এই তথ্য প্রকাশ করেছেন।জলবায়ুর পরিবর্তনের অতীত শুধু প্রকাশ পায়নি, বর্তমান ও ভবিষ্যতে জলবায়ুর কিরকম পরিবর্তন হতে পারে তারও আভাস দিয়েছেন তাঁরা।
কিছুদিন আগে অম্ফান ও নিসর্গের আস্ফালন দেখলাম আমরা।এই ধরণের সাইক্লোন এর আগে ১৯৯৯ সালে দেখা গিয়েছিল।যে সব ঘূর্ণিঝড় সম্প্রতি হয়ে গিয়েছে তার অধিকাংশই সুপার সাইক্লোন পর্যায়ের। এসিসিওআইওআর রিপোর্ট অনুযায়ী, বর্ষার আগে গরমের প্রাদুর্ভাব যেমন বৃদ্ধি পাবে তেমনি হবে অতিবর্ষণ।ফলে হামেশাই বন্যা দেখা দেবে।আবার উত্তর ভারত মহাসাগরীয় এলাকার জলস্তরের এই তাপমাত্রা বৃদ্ধির জন্য মাঝে মধ্যে ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে।