Home Miscellaneous মহেশতলা পুরসভার বড় অংশ জলমগ্ন, ক্ষুব্ধ বাসিন্দারা

মহেশতলা পুরসভার বড় অংশ জলমগ্ন, ক্ষুব্ধ বাসিন্দারা

52
0
Maheshtala Municipality
Maheshtala Municipality

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মহেশতলা পুরসভার কয়েকটি ওয়ার্ডের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। সূত্রের খবর, বাড়ির উঠোন থেকে বারান্দা পর্যন্ত জল থইথই করছে। রাস্তা ও অলিগলি একপ্রকার জলের তলায়। অনেক জায়গায় বাড়ির শৌচাগারগুলির জল ব্যাক ফ্লো করায় পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে। অন্যদিকে ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, বেগোর খাল ও মণিখাল দীর্ঘদিন ধরে সংস্কার হয় না। এরফলে জল যাওয়ার পথ সঙ্কীর্ণ হয়ে গিয়েছে। আবার ঝড়ে প্রচুর গাছ দুটি খালের উপর পড়ে যাওয়ায় জল বেরতে পারছে না।

সূত্রের আরও খবর, কলকাতার দক্ষিণ-পশ্চিম শহরতলির বেহালা ঘেঁষা মহেশতলা পুরসভা। ওই পুরসভার ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড অনেকটাই নিচু। এই সব জায়গার জল বেগোর খাল ও মণিখাল দিয়ে সাধারণত বের হয়। দুটি খালেরই এখন হাল বেহাল। “আম্ফান”-এর পরবর্তী পর্যায়ে কলকাতা পুরসভার জল এসে মহেশতলা পুরসভার বেগোর খাল, বেগোর খাল উত্তর, শুকদেবপুর, বাসুদেবপুর, ঘোষপাড়া ও রায়পাড়া-সহ চারপাশের জায়গা জলমগ্ন করে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, মহেশতলা পুরসভা নিকাশির ব্যবস্থা না করার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। উল্লেখ্য, গত পুর ভোটের আগে এই জমা জল বের করার জন্য নিকাশির পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এরপর তা নিয়ে কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। মহেশতলা পুরসভার প্রশাসক সূত্রের খবর, ওই ওয়ার্ডগুলি অত্যন্ত নিচু এলাকা। আগে ওই সব জায়গায় প্রচুর জলাশয় ছিল, যা ভরাট করে বাড়ি তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here