Home Miscellaneous রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

41
0
Rainly Weather
Rainly Weather

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। সূত্রের খবর, আপাতত ভালরকম বৃষ্টি হবে গোটা রাজ্যেই। একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে রাজ্যের উপর। এর জেরে গত কয়েকদিন ধরেই হাল্কা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

হাওয়া অফিস সূত্রে আরও খবর, মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে উত্তরবঙ্গে। তার প্রভাবে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। আপাতত ভারি বৃষ্টি চলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, খুব শীঘ্রই একটি নিম্নচাপ সক্রিয় হবে রাজ্যের উপকূলে। এর প্রভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here