Home Miscellaneous রানাঘাটের রানু অসহায় মানুষের পাশে

রানাঘাটের রানু অসহায় মানুষের পাশে

38
0
ranu mondal

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গান গেয়ে স্টার হয়ে যাওয়া রানাঘাটের রানু মন্ডল লকডাউন পরিস্থিতিতে গরিবদের খাবার দিতে উদ্যোগী হলেন। এবিষয়ে রানু মন্ডল জানিয়েছেন, করোনার কথা মাথায় রেখে আমাদের সবার ঘরে থাকা উচিত এইসময়। তবে সবকিছু বন্ধ থাকায় অনেকেরই খাবার পেতে সমস্যা হচ্ছে। বিশেষ করে যাঁরা স্টেশনে ভিক্ষা করেন। এখন তো ট্রেন চলছে না। ফলে যাত্রীরাও নেই। সেজন্য আমি একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি।

স্থানীয় সূত্রে খবর, “এক প্যায়ার কা নাগমা হ্যায়”-এর সুরে এই বিপর্যস্ত পরিস্থিতিতে এবার রানু মন্ডলের আবেদন– “ভারত মে করোনা আয়া হ্যায়/ আপ সব বাহার মত যায়া করো”। প্রসঙ্গত, রানাঘাট স্টেশনের ৬ নং প্ল্যাটফর্মে একসময় গান শুনিয়েই যাত্রীদের কাছ থেকে খাবার চাইতেন। ওই ট্রেনপথের ভিক্ষাজীবীদের হাতে এবার খাবার পৌঁছে দেওয়ার তাগিদ অনুভব করলেন তিনি।

রানুর গাওয়া একটি গান মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে রানুকে জনপ্রিয় করে দেওয়ার নেপথ্যে থাকা যুবক অতীন্দ্র চক্রবর্তী জানিয়েছেন, রানুদির সামাজিক দায়বদ্ধতা দেখে ভাল লাগছে। আমি সোশ্যাল মিডিয়ার বন্ধুদের কাছে রানুদির এমন ইচ্ছের কথা তুলে ধরব। রানুর এই কাজে সাহায্য করতে এগিয়ে আসছেন অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here