kichu prolap kichu songlakMiscellaneous 

লকডাউন পর্বেই স্বল্প দৈর্ঘ্যের ফিল্ম গণনাট্য সংঘের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতি ও লকডাউন নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ফিল্ম বানাল ভারতীয় গণনাট্য সংঘ। লকডাউনে গণনাট্য সংঘের বিশেষ এই উদ্যোগে ছিল কিছু প্রলাপ ও কিছু সংলাপ। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে দুর্ভিক্ষের আবহে গণনাট্য সংঘ গঠিত হয়েই “নবান্ন” নাটক মঞ্চস্থ হয়েছিল। এক্ষেত্রে পরিচালক নির্দেশ দিলেন বাড়ি থেকে। ভিডিও কনফারেন্সে ও ভিডিও কলে চিত্রপট বোঝালেন। এই ফিল্মটির পরিচালনা করেছেন মণীশ ঘোষ। অভিনয়ে ছিলেন গণনাট্য সংঘের অভিনেতা ও অভিনেত্রীরা।

মোবাইল ক্যামেরায় ডিজিটাল ফর্ম্যাটে এই ফিল্ম ইউটিউবে রিলিজ করেছে গণনাট্য সংঘ। এবিষয়ে মণীশ ঘোষ জানিয়েছেন, যাঁরা অভিনয় করেছেন, তাঁদের অনেকেই পেশাদার অভিনেতা নন। মোবাইল ক্যামেরা ধরেছেন এঁদের বাড়ির কোনও সদস্য। ফলে একেবারেই অন্য অভিজ্ঞতা। তিনি আরও জানিয়েছেন, এই ফিল্মে আমার মূল বার্তা হল– যে আইসোলেশনের কথা বলা হচ্ছে, তা সাময়িক। ইউনিটি হল চিরন্তন। মানুষের মধ্যে ঐক্য না থাকলে কোনও সঙ্কট জয় করা যায় না।

আবার গণনাট্য সংঘের রাজ্য সম্পাদক দিব্যেন্দু চট্টোপাধ্যায় অভিনয় করেছেন এই ফিল্মে। তিনি জানিয়েছেন, আমরা গণনাট্য সংঘের শিল্পীরা লকডাউন শুরু হওয়ার পর থেকেই ভাবছিলাম, কীভাবে বাড়িতে থেকেও এই পরিস্থিতিতে এই সঙ্কটকে শৈল্পিক আঙ্গিকে তুলে ধরা যায়। এই ভাবনা থেকেই এই ফিল্ম তৈরির সিদ্ধান্ত।

Related posts

Leave a Comment