কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হল। গোটা বিশ্ব এখন করোনা আক্রান্ত। সমগ্র দুনিয়া কঠিন পরিস্থিতিতে। নার্সদের ভূমিকার কথা স্মরণ করা হল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন , করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে নার্সরা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন , নার্সরা চিকিৎসাশাস্ত্রের মেরুদণ্ড। আবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নার্সদের হিরো বলে বর্ণনা করেছেন। টুইটারে তিনি লিখেছেন ,মানুষের প্রাণ বাঁচাতে সমগ্র ভারতে নার্সরা ক্লান্তিহীনভাবে দিবারাত্রি কাজ করে চলেছেন। তাঁরা আমাদের অখ্যাত হিরো ও কোভিড -১৯ ভাইরাসের মোকাবিলায় প্রথম প্রহরী। নার্সরা গোটা পৃথিবীর মানুষের সেবা করছেন বলেও অভিহিত করা হয়েছে।