কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: চালু হল ভ্রাম্যমাণ পোস্ট অফিস। ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের সাউথ প্রেসিডেন্সি ডিভিশন এবার মোবাইল বা ভ্রাম্যমাণ পোস্ট অফিস চালু করল। সূত্রের খবর, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। বারুইপুর হেড পোস্ট অফিস থেকে এই ভ্রাম্যমাণ পরিষেবা পরিচালনা হবে। টাকা তোলা, টাকা জমা করার মতো পরিষেবাগুলি মিলবে। সূত্রের আরও খবর, ২১ মে পর্যন্ত চালানো হবে ওই মোবাইল ভ্যান পরিষেবা। বারুইপুর, দক্ষিণ বারাসাত, চম্পাহাটি, রায়দিঘি, জয়নগর, দক্ষিণ গড়িয়া সহ বিভিন্ন এলাকায় ওই পরিষেবা পাওয়া যাবে সাধারণ মানুষের জন্য।