নিট-ইউজির কাউন্সেলিং প্রক্রিয়ার সূচি প্রকাশ
নিট-ইউজির কাউন্সেলিং প্রক্রিয়া শুরু আগামী ১৪ আগস্ট। মেডিক্যাল কাউন্সেলিং কমিটি স্নাতক স্তরের মেডিক্যাল,ডেন্টাল ও নার্সিংয়ে ভর্তির জন্য কাউন্সেলিংয়ের সম্ভাব্য সূচি প্রকাশ করল। সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট শুরু হতে চলেছে নিট -ইউজির সর্বভারতীয় কাউন্সেলিং প্রক্রিয়া।জানা গিয়েছে,দেশের সরকারি মেডিক্যাল,ডেন্টাল ও নার্সিং কলেজের ১৫ শতাংশ আসনে এই কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।
সর্বভারতীয় কাউন্সেলিং মিটে যাওয়ার পর এমবিবিএস,বিডিএস এবং বিএসসি নার্সিং কোর্সের বাকি ৮৫ শতাংশ স্থানীয় আসনে ভর্তির জন্য সংশ্লিষ্ট রাজ্যের কাউন্সেলিং হবে। এক্ষেত্রে আরও জানা যায়, সর্বভারতীয় কাউন্সেলিংয়ের প্রথম দফার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ১৪ আগস্ট। সেই পর্ব শেষ হবে ২১ আগস্ট।
পাশাপাশি চয়েস ফিলিং ও লকিং প্রক্রিয়া চালু থাকবে ১৬ থেকে ২০ আগস্ট। প্রথম দফার পর কে কোথায় আসন পেলেন তা জানা যাবে ২৩ আগস্ট। ২৪ থেকে ২৯ আগস্টের মধ্যে ভর্তি হতে হবে পড়ুয়াদের।
