student and motherEducation Alerts Exam Preparation Miscellaneous Teaching 

পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়তা

সন্তানদের ভালো রেজাল্ট যেমন আশা করবেন তেমনি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবেন। ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেও খোঁজ-খবর নেওয়ার প্রয়োজন রয়েছে। সন্তানের দায়িত্ব অভিভাবকদের। আপনার সন্তানকে সহপাঠীদের সাথে পড়াশুনা, রেজাল্ট নিয়ে তুলনা করতে যাবেন না। উৎসাহ বা উদ্বুদ্ধ করতে চেষ্টা করবেন। আবার পরীক্ষার হল থেকে বের হওয়া মাত্র প্রশ্ন ধরে উত্তর জানতে চাওয়া এগুলো করবেন না। অন্যদের সামনে সন্তানকে অপদস্থ করার চেষ্টাও করবেন না। বাড়িতে গিয়ে বকাঝকা করলে হিতে বিপরীত হতে পারে। পরীক্ষার ফলাফল খারাপ হলেও পরবর্তী পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়তা করে দেখুন ভালো ফল পাবেন।
অনেক অভিভাবককে সন্তানের খারাপ ফলের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষক-শিক্ষিকার সমালোচনা করে থাকেন। এসব করবেন না।
শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মকানুনের বিষয়টি নজর রাখুন। স্কুলে অভিভাবক বৈঠকে মা-বাবা দু-জনই উপস্থিত থাকলে গোটা ব্যাপারটা বুঝে নিতে পারবেন। সন্তানের ব্যর্থতায় বা খারাপ রেজাল্টে মা-বাবা পরস্পরকে দোষারোপ করা থেকে দূরে থাকতে চেষ্টা করুন। শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ, নিয়ম, রোজকার পড়াশুনা স্কুলে সহপাঠী ও শিক্ষকদের সাথে কেমন কাটে, তা সন্তানের কাছ থেকেই জেনে নিতে চেষ্টা করবেন। সন্তান ছোটখাটো ভুল করলে সহজে শাস্তি না দিয়ে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন। পড়ার সময় মোবাইল ফোন নিজের কাছ থেকে দূরে রাখতে সন্তানকে উৎসাহিত করতে হবে।

Related posts

Leave a Comment