ইন্ডিয়ান ব্যাঙ্কে ১০২ স্পেশ্যালিস্ট নিচ্ছে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন স্পেশ্যালিস্ট পদে ১০২ জনকে নিচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কে। এটি একটি নেতৃস্থানীয় পাবলিক সেক্টর ব্যাংক। প্রাথমিকভাবে নিয়োগ হবে ৩ বছরের চুক্তির ভিত্তিতে। চুক্তির মেয়াদ বাড়তে পারে। ব্যাঙ্ক নির্ধারিত স্থানে কাজ করতে হবে। বছরে ৩০ দিনের ছুটি। ব্যাঙ্কের নিয়মিত কর্মীদের মতোই আইন এবং নির্দেশিকা প্রযোজ্য হবে।
ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (শূন্যপদ ৩০টি), অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (শূন্যপদ ৪৩টি) এবং অ্যাসোসিয়েট ম্যানেজার – সিনিয়র অফিসার (শূন্যপদ ২৯টি) পদে নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে।
পদ অনুযায়ী প্রার্থীদের সংশ্লিষ্ট ডিসিপ্লিনে সিএ/ সিডব্লুএ/ আইসিডব্লুএ/ ডিগ্রিধারী/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রিধারী হতে হবে। আবার কোনও কোনও পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে বাধ্যতামূলক সার্টিফিকেশন থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা সম্বন্ধিত বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার হিসাব করতে হবে ০১.০৬.২০২৪ তারিখের হিসেবে।
প্রার্থিবাছাই হবে দরখাস্ত বাছাই এবং পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে। অথবা লিখিত/ অনলাইন টেস্ট এবং পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে।
লিখিত পরীক্ষায় থাকবে প্রোফেশনাল নলেজ (নিজ নিজ ডোমেইন) –এর ৬০টি প্রশ্ন (৬০ নম্বর), সময় ৬০ মিনিট। ইংলিশ ল্যাঙ্গোয়েজের ২০টি প্রশ্ন (২০ নম্বর), সময় ৩০ মিনিট এবং ব্যাঙ্কিং শিল্পের বিশেষ রেফারেন্স সহ সাধারণ সচেতনতা (জেনারেল অ্যাওয়্যারনেস) –এর ২০টি প্রশ্ন (২০ নম্বর), সময় ১৫ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে বরাদ্দ নম্বরের এক/ চতুর্থাংশ।
পরীক্ষা হবে দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। ইন্টারভিউ হবে চেন্নাইয়ে বা অন্য কোনও কেন্দ্রে, সামনা-সামনি বা অনলাইনে।
আবেদনের ফি/ ইন্টিমেশন চার্জ বাবদ দিতে হবে (জিএসটি সহ) ১,০০০ টাকা। তফশিলি/ প্রতিবন্ধীদের দিতে হবে (জিএসটি সহ) ১৭৫ টাকা।
আবেদন করবেন অলাইনে www.indianbank.in ওয়েবসাইটের কেরিয়ার পেজে Engagement of Specialists on Contractual Basis – 2024 –এ ক্লিক করে, ১৪ জুলাইয়র মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি থাকা চাই। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

