Home Miscellaneous বাংলাদেশের পোশাক শিল্প সঙ্কটে, সরকারি প্যাকেজ ঘোষণা

বাংলাদেশের পোশাক শিল্প সঙ্কটে, সরকারি প্যাকেজ ঘোষণা

41
0
garments bangladeshsh
garments bangladeshsh

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বাংলাদেশের পোশাক শিল্প সঙ্কটে। এর জেরে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি ধাক্কা খেয়েছে। সূত্রের খবর, বাংলাদেশের রপ্তানি আয়ের ৮৩% আসে তৈরি পোশাক বা গার্মেন্টস থেকে। এই শিল্প মূলত টিকে রয়েছে ইউরোপ ও মার্কিন বাজারের ওপরেই। করোনা সংক্রমণ পরিস্থিতিতে বরাত বাতিল হয়েছে।

এমতপরিস্থিতিতে দূরত্ব-বিধি মেনেই উৎপাদন চালুর অনুমতি চেয়েছে পোশাক শিল্প। এরপর বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, গাজিপুর সহ শিল্পাঞ্চলগুলির প্রায় ৪০০-র কাছাকাছি পোশাক কারখানা কাজ শুরু করল। ওই দেশের পোশাক কারখানার মালিকপক্ষের সংগঠন বিজিএমইএ সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে বছরে ৩ হাজার কোটি ডলারেরও বেশি পণ্য রপ্তানি হয়। ১,১৪৪টি কারখানার ৩১৭ কোটির অর্ডারও বাতিল হয়েছে। এইসব কারখানায় যুক্ত ২২.৭০ লক্ষের বেশি শ্রমিক। শ্রমিক ছাড়াও বিপাকে পড়েছেন মালিকপক্ষরাও।

উল্লেখ্য, সরকারের পক্ষ থেকে রপ্তানি শিল্পের জন্য ৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়। প্রথম কিস্তি হিসেবে পোশাক সহ বিভিন্ন শিল্পের জন্য ২ হাজার কোটি বরাদ্দ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here