কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: শীঘ্রই প্রতিষেধক তৈরি হবে ভারতে। সূত্রের খবর, করোনার যে প্রতিষেধক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করেছেন, তা ২-৩ সপ্তাহের মধ্যে ভারতেও তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। পুনের ওই সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের ওপরে পরীক্ষা সফল হলে অক্টোবরে ওই প্রতিষেধক বাজারে আনা হতে পারে।
উল্লেখ্য, বিশ্বের যে ৭টি ভ্যাকসিন নির্মাতা সংস্থার সঙ্গে জোটবদ্ধভাবে অক্সফোর্ড বিস্ববিদ্যালয়ের গবেষণা এগিয়েছে, সেরাম তাদের মধ্যে অন্যতম। সেরামের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে আমরা মাসে ৫০ লক্ষ ডোজ তৈরি করতে পারব। ৬ মাস পর সেটা ১০ লক্ষে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।