Home Miscellaneous মন্দির খুললেও কড়া নিয়মবিধি স্বাস্থ্যমন্ত্রকের

মন্দির খুললেও কড়া নিয়মবিধি স্বাস্থ্যমন্ত্রকের

7
0
dakshineswar-kali-temple
dakshineswar-kali-temple

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মন্দির খুললেও প্রসাদ বিতরণ করা হবে না। শান্তি জল দেওয়াও বন্ধ। ধর্মীয় স্থান খুললেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এমনই কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মন্দির খুললেও কোনও প্রসাদ বিতরণ করা চলবে না। এমনকী ভক্তদের গায়ে শান্তি জলও ছেটানো যাবে না। অন্যদিকে, স্পর্শ করা যাবে না বিগ্রহ।

করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেওয়ার পাশাপাশি রেকর্ড করা ভক্তিসঙ্গীত বাজানোয় বাধা থাকছে না। ধর্মীয়স্থানে বৃন্দগান আপাতত বন্ধ। আরও জানানো হয়েছে, প্রবেশ ও প্রস্থানের পথ পৃথক থাকবে। মাস্ক বা ফেস কভার না থাকলে ধর্মীয়স্থানে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here