Home Education Alerts ইউপিএসসি-র বিভিন্ন পরীক্ষার নতুন তারিখ ঘোষিত হল

ইউপিএসসি-র বিভিন্ন পরীক্ষার নতুন তারিখ ঘোষিত হল

16
0
upsc bhawan
upsc bhawan

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইউপিএসসি-র নতুন পরীক্ষার তারিখ ঘোষণা। ইউপিএসসি-র সিভিল সার্ভিস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারির নতুন তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, গতকাল এই সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলা জানা যায়।

সূত্রের খবর, চলতি বছরের ৪ অক্টোবর এই পরীক্ষা হবে হলে জানানো হয়েছে। সরকারি (www.upsc.gov.in) ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্ঘণ্ট অনুযায়ী মেইনস পরীক্ষা হওয়ার কথা ২০২১ সালের ৮ জানুয়ারি। উল্লেখ্য, গতবছর প্রিলিমস ও মেইন পরীক্ষার মাধ্যমে যে পরীক্ষার্থীরা চূড়ান্ত বাছাই হয়েছিলেন, তাঁদের পার্সোনালিটি টেস্ট ফের শুরু হবে ২০ জুলাই থেকে।

এছাড়া ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস/ ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল সার্ভিস, কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট (মেইন), কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস সহ বিভিন্ন পরীক্ষার তারিখও পরিবর্তিত হয়েছে। বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

তারিখ পরিবর্তনের বিজ্ঞপ্তির জন্য ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here