Home Miscellaneous মাহেশের রথযাত্রা বন্ধ, প্রথা মেনে আয়োজন হবে পুজো

মাহেশের রথযাত্রা বন্ধ, প্রথা মেনে আয়োজন হবে পুজো

34
0
mahesh snanyatra
mahesh snanyatra

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রথা মেনে মাহেশে জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হল। করোনা আবহে রথযাত্রা বন্ধ। তবে বিধিনিষেধ মেনে পুজোর আয়োজন চলবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। স্থানীয় সূত্রের খবর, গতকাল জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হয়। স্নানপিঁড়ির মাঠে স্নানযাত্রার আয়োজন চলে। এবার ভিন্ন পরিস্থিতিতে মন্দিরের একটি ঘরে তা করা হয়েছে।

উপস্থিত ছিলেন কেবলমাত্র সেবাইতরা। মাহেশের রথযাত্রা প্রথা অনুযায়ী জানা গিয়েছে, স্নানযাত্রার পর জগৎপতির জ্বর আসে। নিয়ম মেনে তাই তাঁকে লেপমুড়ি দিয়ে রাখা হয়। ১৫ দিন পরে সেই জ্বর ছেড়ে যায়। এরপর অঙ্গরাগ করা হয়। পরে মাসিরবাড়ি যাওয়ার জন্য রথযাত্রা করা হয়। এবার তা বন্ধই থাকছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here