Home Miscellaneous আম্ফানে বিধ্বস্ত সুন্দরবনের পুনর্গঠনে এগিয়ে আসুন

আম্ফানে বিধ্বস্ত সুন্দরবনের পুনর্গঠনে এগিয়ে আসুন

33
0
mangrove-forest
mangrove-forest

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আম্ফানের দুরন্ত তান্ডবে বাংলার অন্যতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন আজ লন্ডভন্ড, বিপর্যস্ত। মুমূর্ষু তার অগণিত আশ্রিতরাও। আমাদের দেখা সুন্দরী আর গরান গাছের ছাওয়া সুন্দরবনের চিরপরিচিত প্রাকৃতিক হাতছানি আজ উধাও। কবে ফিরবে সেই চেনা দৃশ্যপটগুলি, কবে আবার স্বাভাবিক হবে সুন্দরবনের জনজীবন — সেই প্রশ্নের সদুত্তর আমাদের অজানা।

আপনাদের দেখা আম্ফান পরবর্তী সুন্দরবনের হালফিলের হালহকিকত প্রতিবেদনের আঙ্গিকে আমাদের লিখে জানান। সঙ্গে অবশ্যই ছবি পাঠাবেন। আমরা নির্বাচিত প্রতিবেদনগুলি লেখকের নাম সহ নিয়মিত প্রকাশ করব। আপনাদের পাঠানো প্রতিবেদন পড়ে আর ছবি দেখে দেশ-বিদেশের মানুষ যাতে খোলা মনে সুন্দরবনের পুনর্গঠনে এগিয়ে আসেন– সেটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং অঙ্গীকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here