কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : স্কুল বন্ধ থাকবে ৩০ জুন পর্যন্ত। আগামী ১০ জুনের বদলে স্কুল বন্ধ রাখা হবে ৩০ জুন পর্যন্ত। সূত্রের খবর, বিকাশ ভবনে এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রয়োজনে শিক্ষকদের বাড়ি-বাড়ি গিয়ে পড়াতে হবে। শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, লকডাউনের জন্য স্থগিত হওয়া উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার সূচি অপরিবর্তিত থাকছে।