Vidya BalanMiscellaneous 

বিদ্যা বালনের নতুন শর্ট ফিল্ম “নটখট”

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিদ্যা বালনের প্রথম শর্ট ফিল্ম। এবার তিনি এলেন প্রযোজনায়। সূত্রের খবর, তাঁর নতুন শর্ট ফিল্ম “নটখট”-এর ফার্স্ট লুক সম্প্রতি মুক্তি পেয়েছে। ছবিটির পরিচালক শান ব্যাস। বিদ্যা বালন আর রনি স্ক্রুওয়ালা এটি প্রযোজনা করেছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বছর জুলাই মাসে এই শর্ট ফিল্মের কথা ঘোষণা করেছিলেন বিদ্যা। ছবির গল্প পছন্দ হওয়ায় নায়িকার চরিত্রে অভিনয় ছাড়াও প্রযোজনা করার কথাও ভাবেন তিনি। সেই খবরই তিনি লিখেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। আরও জানা যায়, কিছুদিনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি শকুন্তলা দেবীর আত্মজীবনী। এখানে বিদ্যার স্বামীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। সানিয়া মালহোত্রা ও অমিত সাদও রয়েছেন এই ছবিতে।

Related posts

Leave a Comment