Home Miscellaneous বুন্দেশলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন

বুন্দেশলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন

30
0
bundeshliga
bundeshliga

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ বুন্দেশলিগার খেতাব আবারও বায়ার্ন মিউনিখের ঝুলিতে।তারা ওয়ের্ডার ব্রেমেনকে ১-০ গোলে পরাজিত করেছে।এই নিয়ে টানা ৮বার নিজেদের দখলে রাখলো এই খেতাব।এই খেলায় একমাত্র গোলটি করেছেন রবার্ট লেয়নডস্কি। চলতি মরসুমে এটা তাঁর ৩১তম গোল।দর্শকশূন্য স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়েছে।এবার বায়ার্ন মিউনিখের সামনে জার্মান কাপ জিতে দ্বিমুকুট অর্জনের সুযোগও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here