কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যের বাড়ির কাছে সাতসকালে উদ্ধার হওয়া একটি দেহকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ায় পাম অ্যাভিনিউতে। সূত্রের খবর, আজ সাতসকালে রাস্তার উপর একটি দেহ পড়ে থাকতে দেখে হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দারা।
মৃতদেহের খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কড়েয়া থানার পুলিশ।পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।পরে জানা যায়, মৃতের নাম লাল চাঁদ হেলা (৩৫)।ওই ব্যক্তি পেশায় পুরসভার সাফাই কর্মী বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি হোমিসাইড বিভাগও তদন্ত শুরু করেছে।হার্ট অ্যাটাকে মৃত্যু, নাকি কেউ তাঁকে খুন করে দেহ ফেলে রেখে গিয়েছে তা নিয়ে বিভিন্ন মহল থেকে উঠছে প্রশ্ন।