Home Miscellaneous স্মাগলিং রুখতে ফুল বডি স্ক্যানার

স্মাগলিং রুখতে ফুল বডি স্ক্যানার

43
0
Body Scanner
Body Scanner

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ৩০টি ফুল বডি স্ক্যানার কিনতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, স্মাগলিং রুখতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। আবার কাস্টমস দপ্তর দেশের ১০টি বিমানবন্দরে ফুল বডি স্ক্যানার বসাচ্ছে। জানা গিয়েছে, এই ১০টি বিমানবন্দরের মধ্যে রয়েছে- দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, কালিকট, কোচিন, হায়দরাবাদ, তিরুচিরাপল্লি ও তিরুবনন্তপুরম প্রমুখ।

সূত্রের আরও খবর, প্রতিটি বিমানবন্দরে ৩টি করে এক্স-রে স্ক্যানার মেশিন বসানো হবে। ওই মেশিন বসানোর জন্য দরপত্র খোলা হবে ১৫ জুন পর্যন্ত। স্ক্যানারে ধরা পড়বে অস্ত্র, নোট, নারকোটিক্স বা মূল্যবান ধাতু পাচার করার ক্ষেত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here