কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : শীঘ্রই ভারত ও মার্কিন বাণিজ্য চুক্তির সম্ভাবনা। সূত্রের খবর, ভারত ও আমেরিকার মধ্যে একটি বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই দাবি করেছেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত টি এস সাঁধু। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের মধ্যে বৃহত্তর বাণিজ্য চুক্তি নিয়েও অনেকটা আশাবাদী তিনি।
এ বিষয়ে তাঁর বক্তব্য, বৃহত্তর চুক্তির ক্ষেত্রে বর্তমান করোনা সঙ্কট কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ, সব সরকারকেই এখন এই স্বাস্থ্য সঙ্কটের দিকে বাড়তি নজর দিতে হচ্ছে। তিনি আরও জানান, করোনা সঙ্কটের মোকাবিলায় ভারত যেভাবে আমেরিকাকে ম্যালেরিয়ার ওষুধ পাঠিয়ে সাহায্য করেছে, তাতে দুই দেশের মধ্যে পর্যাপ্ত আত্মবিশ্বাস তৈরি হয়েছে।