Home Miscellaneous রাজস্থান থেকে বাড়ি ফেরার প্রত্যাশায় বাঙালি পড়ুয়ারা

রাজস্থান থেকে বাড়ি ফেরার প্রত্যাশায় বাঙালি পড়ুয়ারা

5
0
student
student

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রাজস্থানের কোটায় আটকে পড়েছেন জয়েন্ট প্রশিক্ষণে যাওয়া বাঙালি পড়ুয়ারা। সূত্রের খবর, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্সের প্রশিক্ষণ নিতে গিয়ে ১ হাজারেরও বেশি বাঙালি পড়ুয়া রাজস্থানের কোটায় আটকে পড়েছেন। এক্ষেত্রে তাঁদের অভিযোগ, উত্তরপ্রদেশ, ছত্তিসগড়, উত্তরাখন্ড থেকে কোটায় পড়তে আসা পড়ুয়াদের জন্য বাসের ব্যবস্থা করে রাজ্য সরকার তাঁদের বাড়ি নিয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের পড়ুয়ারা এখনও আটকে রয়েছেন কোটার বিভিন্ন এলাকায়।

সূত্রের আরও খবর, সোনারপুরের সুমনা হালদার ও বারাসাতের সৌম্যজিৎ সেনগুপ্তরা কোটার রাজীব গান্ধি নগরে হোস্টেলে থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে তাঁরা জয়েন্ট মেইন ও অ্যাডভান্সড পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি চালাচ্ছিলেন। লকডাউন পরিস্থিতিতে ওই বাঙালি পড়ুয়াদের অভিযোগ, খাবারের পরিমাণ কমছে। মানও খুব খারাপ। পর্যাপ্ত পানীয় জলও মিলছে না। আটকে পড়া পড়ুয়ারা পশ্চিমবঙ্গ সরকারের কোভিড হেল্পলাইন ফোনও করেছেন বলে জানা যায়। এখন যে কোনও উপায়ে বাড়ি ফেরার প্রত্যাশায় বাঙালি পড়ুয়ারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here