Home Miscellaneous শর্ত মেনে কাজের নির্দেশিকা স্বরাষ্ট্রমন্ত্রকের

শর্ত মেনে কাজের নির্দেশিকা স্বরাষ্ট্রমন্ত্রকের

36
0
labour1
labour1

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: শর্ত মেনে কাজ পরিযায়ী শ্রমিকদের। নির্দেশিকা দিল কেন্দ্র। আন্তঃরাজ্য সীমানা পেরোনো যাবে না এখনই। সূত্রের খবর, তবে বিভিন্ন ত্রাণশিবিরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের শারীরিক পরীক্ষার পরে ২০ এপ্রিল থেকে সেই রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের সীমানা থেকে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কাজে নিয়োগের অনুমতি দিয়েছে কেন্দ্র। এক্ষেত্রে থাকছে কিছু শর্ত। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, ২০ এপ্রিল থেকে করোনার বাইরে থাকা এলাকায় স্বল্প হলেও আর্থিক কর্মকান্ড চালু করতে শর্তসাপেক্ষে কিছু নির্দেশিকা শিথিল করবে কেন্দ্র। ওই সূত্র মেনেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জানানো হল, আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের কৃষি, শিল্প ও নির্মাণের মতো কাজে নিয়োগের বন্দোবস্ত করা যেতে পারে। ১০০ দিনের কাজেও নিয়োগ করা যাবে। কোনও অবস্থাতেই অন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠানো যাবে না। আবার সমস্ত রাজ্যকে স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ এই নিয়োগের জন্য স্থানীয় প্রশাসনের কাছে নথিভুক্ত করা হোক ওই শ্রমিকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here