কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জম্মুর ফুলচাষিদের একপ্রকার মাথায় হাত। লকডাউন পরিস্থিতিতে মন্দির ও পূজার্চনা বন্ধ। তীর্থযাত্রীদের ফুল বিক্রি করে উপার্জনের পথও বন্ধ। স্থানীয় সূত্রে খবর, বৈষ্ণদেবী মন্দির, রঘুনাথ মন্দির, বাওয়েওয়ালী মন্দির, পীরখো মন্দির সহ একাধিক মন্দির বন্ধ। মন্দির শহর হিসেবে পরিচিত জম্মু মূলত এইসব মন্দিরে আসা তীর্থযাত্রীদের ফুল সরবরাহ করেই সারা বছর উপার্জন করেন জম্মুর ফুল চাষিরা।
অন্য একটি সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, জম্মুর ইন্দিরাচকের কাছে রোজ সকালে ফুলের বাজার বসত। এখন সবই বন্ধ। স্থানীয় ফুলচাষিরা বলছেন, চলতি বছরে আবহাওয়া ভাল ছিল। ফলনও হয়েছিল ভাল। লকডাউনের ফলে ফুল বিক্রিও বন্ধ হয়ে গেল। আবার সুচেতগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া প্রায় ২ একর জমিতে গাঁদাফুল চাষ করেছিলেন অজিত রাম। ওই ফুলের চাষে তিনি লগ্নি করেছেন দেড় লক্ষ টাকা। গাঁদা ফুলের চাহিদা সবচেয়ে বেশি থাকায় ওই চাষ শুরু করেছিলেন তিনি। ফুল বিক্রির পথই যে এখন বন্ধ।