কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের সব সরকারি, সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি কলেজ সহ বিশ্ববিদ্যালয় আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকার কথা জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে প্রশাসনিক অফিস খোলা থাকবে বলে জানানো হয়। শিক্ষাসচিব মণীশ জৈন এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন।
পাশাপাশি হোস্টেলগুলিও বন্ধ থাকবে। আবার গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রকের পঞ্চম দফা লকডাউন নির্দেশিকায় জানানো হয়েছে, এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না। রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে জুলাই মাসে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।