Home Miscellaneous আম্ফান বিধ্বস্ত এলাকায় ধ্বংসস্তূপ সরাতে নামল সেনা

আম্ফান বিধ্বস্ত এলাকায় ধ্বংসস্তূপ সরাতে নামল সেনা

9
0
indian army
indian army

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নামখানা, পাথরপ্রতিমা, সাগর, মৌসুনি ও ঘোড়ামারা দ্বীপে সেনাবাহিনী এলাকা পুনর্নির্মাণের কাজ করবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। সূত্রের খবর, আম্ফান বিধ্বস্ত এলাকাগুলিতে ধ্বংসস্তূপ সরাতে সেনাবাহিনী নামছে। এবিষয়ে আরও জানা গিয়েছে, নামখানা ব্লক অফিসে বিডিও রাজীব আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর ৫ উচ্চপদস্থ আধিকারিক। আম্ফান বিপর্যস্ত পরিস্থিতি নিয়ে বৈঠক হয়। ইতিমধ্যেই ৫০ জন সেনাজওয়ান নামখানাতে চলে এসেছে বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর, ফেজারগঞ্জ ও নামখানা গ্রামপঞ্চায়েতের বিধ্বস্ত এলাকায় কাজ শুরু করছে সেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here