কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মাইনিং সর্দার ও সার্ভেয়র পদে ৯৫ জনকে নিচ্ছে নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে। টেকনিক্যাল এন্ড সুপারভাইজরি গ্রেডে নিয়োগ হবে গ্রুপ-বি ও গ্রুপ-সি পদে।
মাইনিং সর্দার টি অ্যান্ড এস গ্রুপ-সি: শূন্যপদ ৮৮টি। মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা ডিরেক্টরেট জেনারেল অফ মাইনিং সেফটি স্বীকৃত বৈধ মাইনিং সর্দার কম্পিটেন্সি সার্টিফিকেট এবং বৈধ গ্যাস টেস্টিং ও ফার্স্ট এইড সার্টিফিকেটধারী হলে অথবা মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারী হলে এবং ডিরেক্টরেট জেনারেল অফ মাইনিং সেফটি স্বীকৃত বৈধ মাইনিং সর্দার কম্পিটেন্সি সার্টিফিকেট এবং বৈধ গ্যাস টেস্টিং ও ফার্স্ট এইড সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। থোক মাইনে মাসে ৩১,৮৫২.৫৬ টাকা।
সার্ভেয়র টি অ্যান্ড এস গ্রুপ-বি: শূন্যপদ ৭টি। মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা সার্ভেয়র কম্পিটেন্সি সার্টিফিকেটধারী হলে অথবা মাইনিং/ মাইন সার্ভেয়িং ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারীরা সার্ভেয়র কম্পিটেন্সি সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। থোক মাইনে মাসে ৩৪,৩৯১.৬৫ টাকা।
বয়স হতে হবে ২৪-৩-২০২০ তারিখের হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। প্রতি পদের জন্য লিখিত পরীক্ষা হবে আলাদা। লিখিত পরীক্ষায় থাকবে দুটি পার্ট। প্রথম পার্টে থাকবে ৭০ নম্বরের টেকনিক্যাল বিষয়ের প্রশ্ন এবং দ্বিতীয় পার্টে থাকবে ৩০ নম্বরের জেনারেল বিষয়ের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ৯০ মিনিট। প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের। কোনও নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষার অ্যাডমিট কার্ড নিচে বলা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
আবেদন করবেন অনলাইনে www.nclcil.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৪ মার্চের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। প্রথমে ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড। এগুলি যত্ন করে লিখে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। ফি জমা দেবেন কেবলমাত্র অনলাইনে। তফশিলি ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। অতিরিক্ত চার্জ লাগলে তা প্রার্থীকেই বহন করতে হবে। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: NCL/HQ/PD/Manpower/DR/2019-20/145। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করুন:– http://nclcil.in/recruitment/Statutory%20English%20detailed%20notification%2007.02.2020.pdf
অনলাইন রেজিস্ট্রেশন/ লগ-ইন করুন:– http://210.212.20.45:50004/Rectt/OurPeople/OnlineApplications/onlineregistration.php