কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে ৬ জনকে নিচ্ছে কোচি শিপইয়ার্ড লিমিটেড। মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স এবং ইনফর্মেশন টেকনোলজি শাখায় নিয়োগ হবে ৩ বছরের চুক্তিভিত্তিতে।
মেকানিক্যাল: শূন্যপদ ২টি (অসং ১, আর্থিকভাবে দুর্বল ১)। অন্তত ৬০% নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষ হলে ভাল। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই।
ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ২টি (অসং ১, আর্থিকভাবে দুর্বল ১)। অন্তত ৬০% নম্বর সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষ হলে ভাল। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই।
ইলেক্ট্রনিক্স: শূন্যপদ ১টি (অসং)। অন্তত ৬০% নম্বর সহ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। বেসিক কম্পিউটার এবং SAP সিস্টেমের জ্ঞান থাকলে ভাল। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই।
ইনফর্মেশন টেকনোলজি: শূন্যপদ ১টি (অসং)। অন্তত ৬০% নম্বর সহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইনফর্মেশন টেকনোলজির ৩ বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। আইটি/ কম্পিউটার সায়েন্সের অতিরিক্ত জ্ঞান এবং SAP সিস্টেমের জ্ঞান থাকলে ভাল। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই।
বয়স হতে হবে ২০-৬-২০২০ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে। শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন। থোক পারিশ্রমিক প্রথমবছর মাসে ২৪,৪০০ (অতিরিক্ত কাজের জন্য ৫,১০০) টাকা, দ্বিতীয় বছর মাসে ২৫,১০০ (অতিরিক্ত কাজের জন্য ৫,২০০) টাকা এবং তৃতীয় বছর মাসে ২৫,৯০০ (অতিরিক্ত কাজের জন্য ৫,৪০০) টাকা।
প্রার্থীবাছাই হবে অবজেক্টিভ টাইপ অনলাইন/ ডেস্ক্রিপটিভ টাইপ টেস্টার মাধ্যমে। অবজেক্টিভ টাইপ পরীক্ষায় থাকবে ৫ নম্বরের জেনারেল নলেজ, ৫ নম্বরের রিজনিং, ১০ নম্বরের কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট এবং ১০ নম্বরের জেনারেল ইংলিশ। ডেস্ক্রিপটিভ পরীক্ষায় থাকবে ৫০ নম্বরের ডিসিপ্লিনে সংক্রান্ত অবজেক্টিভ টাইপ প্রশ্ন এবং ২০ নম্বরের রাইটিং স্কিল (ডেস্ক্রিপটিভ টাইপ) সংক্রান্ত প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ৯০ মিনিট। কোনও নেগেটিভ মার্কিং নেই।
আবেদন করবেন অনলাইন www.cochinshipyard.com ওয়েবসাইটের মাধ্যমে, ২০ জুনের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড। আবেদনের ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ফি জমা হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এবার রেজিস্ট্রেশন নম্বর সহ এপ্লিকেশনের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করুন:– https://cochinshipyard.com/uploads/career/42abd9b4414b74263e162e7c969285c2.pdf