কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ওই দপ্তর সূত্রে জানানো হয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর, যেখানে মেঘ জমবে, সেখানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। পাশাপাশি ঘন্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
ওই দপ্তর সূত্রের আরও খবর, একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত। যা মূলত বিহার ও পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। কলকাতা-সহ বিভিন্ন জেলায় যে ঝড়-বৃষ্টি হয়েছিল, তাতে এর প্রভাব ছিল। সেটি শক্তি খুইয়েছে। আবার দক্ষিণ অসমে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়ছে প্রচুর জলীয় বাষ্প। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে বেশ কিছুটা এগিয়ে এসেছে বর্ষা। তা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দখল নিয়েছে। জুনের প্রথম সপ্তাহে তা ভারতের মূল ভূ-খণ্ডে প্রবেশের কথা রয়েছে। অন্যদিকে মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, ১ জুন থেকে কেরলে বর্ষা ঢুকে পড়বে।