Home Central Government ডেডিকেটেড ফ্রেইট করিডরে ৫৪ ম্যানেজার, এক্সিকিউটিভ

ডেডিকেটেড ফ্রেইট করিডরে ৫৪ ম্যানেজার, এক্সিকিউটিভ

34
0
DFCCIL
DFCCIL

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ পদে ৫৪ জনকে নিচ্ছে ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে। নিয়োগ হবে ফিন্যান্স, ইনফর্মেশন টেকনোলজি, হিউম্যান রিসোর্স সহ বিভিন্ন ডিসিপ্লিনে।
(পোস্ট কোড-১১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স): শূন্যপদ ১৭টি। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকান্ট্যান্টস অফ ইন্ডিয়া/ ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকান্ট্যান্টস অফ ইন্ডিয়া স্বীকৃত সিএ/ সিএমএ চূড়ান্ত বর্ষের পরীক্ষায় পাশ করে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। মূল মাইনে ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা। মেডিক্যাল স্ট্যান্ডার্ড হতে হবে সি-১ মানের।
(পোস্ট কোড-১২ থেকে ২১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইনফর্মেশন টেকনোলজি): মোট শূন্যপদ ১৩টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের এমএসসি ডিগ্রিধারীরা অথবা কম্পিউটার সায়েন্স/ আইটি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশনের বি ই/ বি টেক বা এএমআইই (অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স) হলে এবং সংশ্লিষ্ট বিষয়গুলির সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। মূল মাইনে ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা। মেডিক্যাল স্ট্যান্ডার্ড হতে হবে সি-১ মানের।
(পোস্ট কোড-২২) জুনিয়র ম্যানেজার (হিউম্যান রিসোর্স): শূন্যপদ ৪টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ২ বছরের এমবিএ অথবা হিউম্যান রিসোর্স/ পার্সোনেল ম্যানেজমেন্টের পিজিবিডিএম/ পিজিডিবিএ ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। মূল মাইনে ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা। মেডিক্যাল স্ট্যান্ডার্ড হতে হবে সি-১ মানের।
(পোস্ট কোড-২৩) এক্সিকিউটিভ (ফিন্যান্স): শূন্যপদ ১৩টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ কমার্সের ৩ বছরের ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। মূল মাইনে ৩০,০০০ – ১,২০,০০০ টাকা। মেডিক্যাল স্ট্যান্ডার্ড হতে হবে সি-১ মানের।
(পোস্ট কোড-২৪) এক্সিকিউটিভ (হিউম্যান রিসোর্স): শূন্যপদ ৫টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ হিউম্যান রিসোর্স/ পার্সোনেল ম্যানেজমেন্টের ৩ বছরের বিবিএ ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। মূল মাইনে ৩০,০০০ – ১,২০,০০০ টাকা। মেডিক্যাল স্ট্যান্ডার্ড হতে হবে সি-১ মানের।
(পোস্ট কোড-২৫) এক্সিকিউটিভ (ইনফর্মেশন টেকনোলজি): শূন্যপদ ২টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ কম্পিউটার সায়েন্স/ আইটি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের বি ই/ বি টেক বা এএমআইই (অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স) হলে আবেদন করতে পারেন। মূল মাইনে ৩০,০০০ – ১,২০,০০০ টাকা। মেডিক্যাল স্ট্যান্ডার্ড হতে হবে সি-১ মানের।
বয়স হতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে, জুনিয়র ম্যানেজার পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে এবং এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। বয়সের হিসেব করতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পারেন।
প্রার্থীবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট, নথিপত্র যাচাই, ইন্টারভিউ এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। তবে এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে কোনও ইন্টারভিউ হবে না। লিখিত পরীক্ষায় থাকবে সংশ্লিষ্ট পদ/ ডিসিপ্লিন থেকে ৯৬টি প্রশ্ন এবং জেনারেল অ্যাপ্টিটিউট বিষয়ের ২৪টি প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা। নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষার সময় বৈধ অ্যাডমিট কার্ড সহ কোনও সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিয়ে যাবেন।
আবেদন করবেন অনলাইনে www.dfccil.com ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ মার্চের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ জুনিয়র ম্যানেজার পদের ক্ষেত্রে ১,০০০ টাকা এবং এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে ৯০০ টাকা। ফি জমা দেবেন কেবলমাত্র অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 02/2020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করুন:– https://dfccil.com/upload/Advt._No._Fin-,-IT-&-HR–Final-14.02.2020_V0LB.pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here