কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন বিষয়ের জেনারেল, প্রফেশনাল, স্পেশ্যাল এবং ভোকেশনালের পোস্ট গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি নিচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। পড়ানো হবে মহিলা মহাবিদ্যালয় (এমএমভি), রাজীব গান্ধী সাউথ ক্যাম্পাস (আরজিএসসি), আর্য মহিলা পোস্ট গ্র্যাজুয়েট কলেজ (এএমপিজিসি), বসন্ত কন্যা মহাবিদ্যালয় (ভিকেএম), বসন্ত কলেজ ফর উইমেন (ভিসিডব্লু) এবং ডিএভি পোস্ট গ্র্যাজুয়েট কলেজে (ডিএভিপিজিসি)। প্রার্থীবাছাই হবে পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স টেস্ট ও আন্ডার গ্র্যাজুয়েট এন্ট্রান্স টেস্টের মাধ্যমে।
পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে মোট আসন সংখ্যা ৭,১৩৮টি এবং আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে মোট আসন সংখ্যা ৮,৪৮৫টি।
পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের ক্ষেত্রে— অন্তত ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। পড়ানো হবে এইসব বিষয়ে: (ক) জেনারেল কোর্সের অধীনে—- (১) ফ্যাকাল্টি অফ সংস্কৃত বিদ্যা ধৰ্ম বিজ্ঞান (আচার্য ইন বেদ, আচার্য ইন সংখ্যাযোগ, আচার্য ইন বুদ্ধদর্শন ইত্যাদি)। (২) ফ্যাকাল্টি অফ আর্টস (এমএ ইন ল্যাঙ্গুয়েজ, এমএ ইন লিঙ্গুয়িস্টিক্স, এমএ ইন নেপালি, এমএ আরবিক, এমএ ইন হিস্ট্রি অফ আর্টস, এমএ ইন পালি ইত্যাদি)। (৩) ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স (এমএ ইন ইকোনমিক্স/ হিস্ট্রি/ পলিক্যাল সায়েন্স/ সোশিওলজি/ সাইকোলজি)। (৪) ফ্যাকাল্টি অফ কমার্স (এম কম)। (৫) ইনস্টিটিউট অফ সায়েন্স (এমএসসি ইন ফিজিক্স/ কেমিস্ট্রি/ বটানি/ কম্পিউটার সায়েন্স/ জিওগ্রাফি, এমএসসি ইন বায়োকেমিস্ট্রি, এমএসসি (টেক) ইন জিওগ্রাফিক, এমএসসি ইন জিওলজি)।
(খ) প্রফেশনাল কোর্সের অধীনে— (১) ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এমএসসি ইন হেলথ স্ট্যাটিস্টিক্স)। (২) ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স (এমএসসি এগ্রিকালচার/ এগ্রোনোমি/ এন্টোমোলজি, এমএসসি/ এম টেক ইন ডেয়ারি টেকনোলজি)। (৩) ফ্যাকাল্টি অফ ভিজ্যুয়াল আর্টস (এমএফএ ইন প্ল্যানিং/ প্লাস্টিক আর্টস/ টেক্সটাইল ডিজাইন)। (৪) ফ্যাকাল্টি অফ পারফর্মিং আর্টস (এমপিএ ইন ভোকাল মিউজিক, এমপিএ ইন ডান্স)। (৫) ফ্যাকাল্টি অফ এডুকেশনে (এমএড, এমএড স্পেশ্যাল এডুকেশন)। (৬) ফ্যাকাল্টি অফ আর্টস (এমএ ইন ম্যাস কমিউনিকেশন, এমএ ইন মিউজিওলোজি ইত্যাদি)। (৭) ফ্যাকাল্টি অফ ল (এলএলএম)। (৮) ইনস্টিটিউট অফ সায়েন্স (এমসিএ)। (৯) মহিলা মহাবিদ্যালয় (এমএসসি ইন বিয়োইনফর্মেটিক্স, এমএ)।
(গ) সোশ্যাল কোর্সের অধীনে— (১) ফ্যাকাল্টি অফ আর্টস (মাস্টার অফ টুরিজম এন্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, মাস্টার অফ কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজমেন্ট)। (২) ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স (মাস্টার অফ পার্সোনেল ম্যানেজার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স, এমএ ইন সোশ্যাল ওয়ার্ক, এমএ ইন অ্যানথ্রোপোলজি, এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এমএ ইন এনার্জি ইকোনমিক্স ইত্যাদি)। (৩) ফ্যাকাল্টি অফ কমার্স (এমবিএ-ফরেন ট্রেড, এমবিএ ইন রিস্ক অ্যান্ড ইন্সুরেন্স,এমবিএ-ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট)। (৪) ইনস্টিটিউট অফ সায়েন্স (এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, এমএসসি ইন অ্যাপ্লায়েড মাইক্রোবায়োলজি ইত্যাদি)। (৫) ফ্যাকাল্টি অফ ল (এলএলএম ইন হিউম্যান রাইটস এন্ড ডিউটিস এডুকেশন, এলএলএম)। (৬) ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ (এমবিএ ইন অ্যাগ্রি বিজনেস)। (৭) ইনস্টিটিউট অফ অ্যাগ্রিকালচারাল সায়েন্স (এমএসসি ইন অ্যাগ্রিকালচার, এম টেক ইন অ্যাগ্রিকালচার ইত্যাদি)। (৮) ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট এন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট (এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স)।
(ঘ) ভোকেশনাল কোর্সের অধীনে— (১) ফ্যাকাল্টি অফ আর্টস (মাস্টার অফ ভোকেশনাল- রিটেল এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট/ হসপিটালিটি এন্ড টুরিজম ম্যানেজমেন্ট/ ফুড প্রসেসিং ম্যানেজমেন্ট/ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ইত্যাদি)।
আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের ক্ষেত্রে— অন্তত ৫০ শতাংশ নম্বর সহ (১০+২ পদ্ধতিতে) উচ্চমাধ্যমিক বা ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। পড়ানো হবে এইসব বিষয়ে: (ক) জেনারেল কোর্সের অধীনে— (১) ফ্যাকাল্টি অফ আর্টস: (বিএ (অনার্স) আর্টস)। (২) ফ্যাকাল্টি অফ সায়েন্স: (বিএ (অনার্স) সোশ্যাল সায়েন্স)। (৩) ফ্যাকাল্টি অফ কমার্স: (বিকম (অনার্স) ফিনান্সিয়াল মার্কেট ম্যানেজমেন্ট)। (৪) ইনস্টিটিউট অফ সায়েন্স (বিএসসি (অনার্স) ম্যাথ গ্রুপ, বিএসসি (অনার্স) বায়ো গ্রুপ)। (৫) ফ্যাকাল্টি অফ সংস্কৃত বিদ্যা ধৰ্ম বিজ্ঞান (শাস্ত্রী (অনার্স))।
(খ) প্রফেশনাল কোর্সের অধীনে— (১) ফ্যাকাল্টি অফ এডুকেশন (বিএড ল্যাঙ্গুয়েজে/ সায়েন্স/ ম্যাথমেটিক্স/ সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিজ)। (২) বিএড স্পেশ্যাল এডুকেশন-ভি এল এবং এইচ এল (ল্যাঙ্গুয়েজ/ সায়েন্স/ ম্যাথমেটিক্স/ সোশ্যাল সায়েন্স ও হিউম্যানিটিজ)।
(গ) অন্যান্য প্রফেশনাল কোর্সের অধীনে— (১) ইনস্টিটিউট অফ এগ্রিকালচার সায়েন্স (বিএসসি (অনার্স) এগ্রিকালচার, ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি)। (২) ফ্যাকাল্টি অফ ল (এলএলবি (অনার্স), বিএ এলএলবি (অনার্স))। (৩) ফ্যাকাল্টি অফ আর্টস (বিপিএড)। (৪) ফ্যাকাল্টি অফ পারফর্মিং আর্টস (বিপিএ -ইনস্ট্রুমেন্টাল সেতার/ ইনস্ট্রুমেন্টাল ফ্লুট/ ইনস্ট্রুমেন্টাল ভিয়োলিন/ ইনস্ট্রুমেন্টাল তবলা/ কথক/ ভরত নাট্যম/ ভোকাল)। (৫) ফ্যাকাল্টি অফ ভিজ্যুয়াল আর্টস (ব্যাচেলর অফ ফাইন আর্টস)।
(ঘ) ভোকেশনাল কোর্সের অধীনে— (১) ফ্যাকাল্টি অফ আর্টস (ব্যাচেলর অফ ভোকেশনাল প্রোগ্রাম- রিটেল এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট/ হসপিটালিটি এন্ড টুরিজম ম্যানেজমেন্ট/ ফ্যাশন ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট/ মডার্ন অফিস ম্যানেজমেন্ট/ ফুড প্রসেসিং এন্ড ম্যানেজমেন্ট/ মেডিক্যাল ল্যাব টেকনোলজি)।
কোর্স অনুযায়ী বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা, কোর্সের মেয়াদ, কোর্স ফি সম্পর্কে জানতে পারবেন নিচে বলা ওয়েবসাইট।
আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের ক্ষেত্রে পরীক্ষা হবে ২৬ এপ্রিল, ১৮ থেকে ২১ মে, ২৩ মে এবং ২৮ মে। অন্যদিকে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের পরীক্ষা হবে ২৬ এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত। মনে রাখবেন, ভর্তির সময় যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন। পরীক্ষা হবে — পশ্চিমবঙ্গের: আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি। ত্রিপুরার: আগরতলায়। অসমের: ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর। এছাড়া দেশের অন্যান্য রাজ্যে পরীক্ষা কেন্দ্র আছে।
আবেদন করবেন অনলাইনে www.bhuonline.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৯ ফেব্রুয়ারির মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য আবেদনের প্রসেসিং/ এন্ট্রান্স টেস্ট ফি বাবদ দিতে হবে শাস্ত্রী (অনার্স) ছাড়া সব কোর্সের ক্ষেত্রে ৬০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩০০) টাকা। শাস্ত্রী (অনার্স) কোর্সের ক্ষেত্রে ৪০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২০০) টাকা। অন্যদিকে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য আবেদনের প্রসেসিং/ এন্ট্রান্স টেস্ট ফি বাবদ দিতে হবে ৬০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩০০) টাকা। তবে একাধিক বিষয়ে পরীক্ষার জন্য দিতে হবে অতিরিক্ত ৪০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২০০) টাকা। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, বয়স ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন www.bhu.ac.in ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করুন:– আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য: http://bhuonline.in.s3.amazonaws.com/pdfs20/UET_BULLETIN_2020.pdf
পিডিএফ ডাউনলোড করুন:– পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য: http://bhuonline.in.s3.amazonaws.com/pdfs20/PET_BULLETIN_2020.pdf
পিডিএফ ডাউনলোড করুন:– স্পেশ্যাল কোর্সের জন্য: http://bhuonline.in.s3.amazonaws.com/pdfs20/SCS_BULLETIN_2020.pdf