Home Central Government ইসরোয় ১৮২ টেকনিশিয়ান, ড্রাফটসম্যান

ইসরোয় ১৮২ টেকনিশিয়ান, ড্রাফটসম্যান

6
0
ISRO
ISRO

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: টেকনিশিয়ান-বি, ড্রাফটসম্যান-বি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে ১৮২ জনকে নিচ্ছে ইসরোয়। নিয়োগ হবে ফিটার, ইলেক্ট্রনিক্স মেকানিক, ইলেক্ট্রিক্যাল সহ বিভিন্ন ডিসিপ্লিনে।
টেকনিশিয়ান-বি: মোট শূন্যপদ ১০৫টি। এরমধ্যে থেকে ইলেক্ট্রনিক্স মেকানিক/ টেকনিশিয়ান পাওয়ার ইলেক্ট্রনিক সিস্টেম/ মেকানিক কনজিউমান ইলেক্ট্রনিক অ্যাপ্লায়েন্সেস/ মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স (পোস্ট কোড-০০১): শূন্যপদ ৫০টি। ফিটার (পোস্ট কোড-০০২): শূন্যপদ ১৭টি। ইলেক্ট্রিক্যাল (পোস্ট কোড-০০৩): শূন্যপদ ১১টি। প্লাম্বার (পোস্ট কোড-০০৪): শূন্যপদ ৫টি। রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং (পোস্ট কোড-০০৫): শূন্যপদ ৮টি। টার্নার (পোস্ট কোড-০০৬): শূন্যপদ ৩টি। মেশিনিস্ট (গ্রাইন্ডার) (পোস্ট কোড-০০৭): শূন্যপদ ৩টি। মোটর ভেহিকল মেকানিক (পোস্ট কোড-০০৮): শূন্যপদ ১টি। ফটোগ্রাফি/ ডিজিটাল ফটোগ্রাফি (পোস্ট কোড-০০৯): শূন্যপদ ১টি। মেশিনিস্ট (পোস্ট কোড-০১০): শূন্যপদ ১টি। ইলেক্ট্রোপ্লেটিং (পোস্ট কোড-০১১): শূন্যপদ ১টি। ওয়েল্ডার (পোস্ট কোড-০১২): শূন্যপদ ১টি।
ওপরে বলা ডিসিপ্লিনগুলির ক্ষেত্রে: মাধ্যমিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই/ এনটিসি/ এনএসি সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন।
ড্রাফটসম্যান-বি: মোট শূন্যপদ ৩টি। এরমধ্যে ড্রাফটসম্যান-মেকানিক্যাল (পোস্ট কোড-০১৩): শূন্যপদ ৩টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা ড্রাফটসম্যান-মেকানিক্যাল ট্রেডের আইটিআই/ এনটিসি/ এনএসি সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ৪১টি। এরমধ্যে থেকে মেকানিক্যাল (পোস্ট কোড-০১৪): শূন্যপদ ১৩টি। ইলেক্ট্রনিক্স (পোস্ট কোড-০১৫): শূন্যপদ ১৭টি। কম্পিউটার সায়েন্স (পোস্ট কোড-০১৬): শূন্যপদ ৫টি। অটোমোবাইল (পোস্ট কোড-০১৭): শূন্যপদ ১টি। ইলেক্ট্রিক্যাল (পোস্ট কোড-০১৮): শূন্যপদ ২টি। ইনস্ট্রুমেন্টেশন (পোস্ট কোড-০১৯): শূন্যপদ ২টি। সিভিল (পোস্ট কোড-০২০): শূন্যপদ ১টি।
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রথম শ্রেণির ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন।
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড-০২১): শূন্যপদ ৪টি। গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা লাইব্রেরি সায়েন্স/ লাইব্রেরি এন্ড ইনফর্মেশন সায়েন্স-এর প্রথম শ্রেণির মাস্টার ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন।
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ৭টি। এরমধ্যে থেকে কেমিস্ট্রি (পোস্ট কোড-০২২): শূন্যপদ ২টি। ফিজিক্স (পোস্ট কোড-০২৩): শূন্যপদ ৩টি। অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া (পোস্ট কোড-০২৪): শূন্যপদ ১টি। ইলেক্ট্রোনিক্স (পোস্ট কোড-০২৫): শূন্যপদ ১টি।
সংশ্লিষ্ট বিষয়ের প্রথম শ্রেণির বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
হিন্দি টাইপিস্ট (পোস্ট কোড-০২৬): শূন্যপদ ২টি। আর্টস/ সায়েন্স/ কমার্স/ ম্যানেজমেন্ট/ কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম শ্রেণির গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। মাধ্যমিক/ ডিগ্রি স্তরে হিন্দি একটি বিষয় নিয়ে পড়ে থাকতে হবে বা হিন্দি মিডিয়াম থেকে ওইসব পরীক্ষায় পাশ করে থাকতে হবে। সঙ্গে হিন্দি টাইপিংয়ে মিনিট ২৫টি শব্দ টাইপিংয়ের দক্ষতা ও কম্পিউটারের জ্ঞান থাকা চাই।
ক্যাটারিং অ্যাটেনড্যান্ট-এ (পোস্ট কোড-০২৭): শূন্যপদ ৫টি। মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন।
কুক (পোস্ট কোড-০২৮): শূন্যপদ ৫টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা কোনও হোটেল/ ক্যান্টিনে কুকের কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
ফায়ারম্যান-এ (পোস্ট কোড-০২৯): শূন্যপদ ৪টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা উচ্চতায় অন্তত ১৬৫ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৮১ ও ফুলিয়ে ৮৬ সেমি এবং ওজন অন্তত ৫০ কেজি হলে আবেদন করতে পারেন।
লাইট ভেহিকল ড্রাইভার-এ (পোস্ট কোড-০৩০): শূন্যপদ ৪টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হলে এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
হেভি ভেহিকল ড্রাইভার-এ (পোস্ট কোড-০৩১): শূন্যপদ ৫টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা ৫ বছরের অভিজ্ঞতা থাকলে এবং যারমধ্যে ৩ বছর ভারি গাড়ি চালানোর কাজে অভিজ্ঞতা এবং ২ বছর হালকা গাড়ি চালানোর কাজে অভিজ্ঞতা থাকা চাই।
বয়স হতে হবে ৬-৩-২০২০ তারিখের হিসেবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট/ টেকনিশিয়ান-বি/ ড্রাফটসম্যান-বি/ কুক/ ভেহিকল ড্রাইভার পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। অন্যদিকে হিন্দি টাইপিস্ট/ ক্যাটারিং অ্যাটেনড্যান্ট পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে, ফায়ারম্যান পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
থোক মাইনে প্রতি মাসে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ৪৪,৯০০ টাকা, টেকনিশিয়ান-বি/ ড্রাফটসম্যান-বি পদের ক্ষেত্রে ২১,৭০০ টাকা, হিন্দি টাইপিস্ট পদের ক্ষেত্রে ২৫,৫০০ টাকা, ভেহিকল ড্রাইভার পদের ক্ষেত্রে ১৯,৯০০ টাকা এবং ক্যাটারিং অ্যাটেনড্যান্ট পদের ক্ষেত্রে ১৮,০০০ টাকা।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, শারীরিক মাপজোকের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। বাছাই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন নিচে বলা ওয়েবসাইটে।
আবেদন করবেন অনলাইনে www.isro.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ৬ মার্চের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। আবেদনের ফি বাবদ দিতে হবে ২৫০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এছাড়া ডাউনলোড চালানের মাধ্যমে অফলাইনে ফি জমা করতে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায়। ফি জমা করতে পারেন ৭ মার্চের মধ্যে। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: URSC: 01:2020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করুন:– https://www.isro.gov.in/sites/default/files/ursc-advertisement-20201.pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here