৫০০ আসনে ট্রেড এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের ওয়েস্টার্ন রিজিয়ন।নেওয়া হবে টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস হিসেবে, ওয়েস্টার্ন রিজিয়নের মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গোয়া এবং দাদরা ও নগর হাভেলিতে।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন/ সিভিল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স ) -এর ক্ষেত্রে অন্তত ৫০ (তফশিলি হলে অন্তত ৪৫) শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারী হতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার/ ইলেক্ট্রিশিয়ান/ ইলেক্ট্রনিক্স মেকানিক/ ইনস্ট্রুমেন্ট মেকানিক/ মেশিনিস্ট) ডিসিপ্লিনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডের রেগুলারে পুরো সময়ের আইিটআই পাশ হতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট)-এর ক্ষেত্রে অন্তত ৫০ (তফশিলি বা শারীরিক প্রিতবন্ধী হলে অন্তত ৪৫) শতাংশ নম্বর নিয়ে রেগুলারে যে কোনও শাখার পুরো সময়ের গ্র্যাজুয়েট হতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস)-এর ক্ষেত্রে অন্তত ৫০ (তফশিলি বা শারীরিক প্রিতবন্ধী হলে অন্তত ৪৫) শতাংশ নম্বর নিয়ে স্বীকৃত বোর্ড/ ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (স্কিল্ড সার্টিফিকেট হোল্ডার)-এর ক্ষেত্রে অন্তত ৫০ (তফশিলি বা শারীরিক প্রিতবন্ধী হলে অন্তত ৪৫) শতাংশ নম্বর নিয়ে স্বীকৃত বোর্ড/ ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। সঙ্গে “ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর” -এর স্কিল সার্টিফিকেট হোল্ডার হতে হবে। ওপরে বলা সব কোর্সই রেগুলারে, পুরো সময়ের হতে হবে।
প্রার্থিবাছাই হবে ৯০ মিনিটের লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হতে পারে ২৯ মার্চ। পরীক্ষায় থাকবে ১০০ টি অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন। প্রশ্নপত্র হবে ইংরিজি ও হিন্দিতে। সফল হতে অন্তত ৪০ (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে অন্তত ৩৫) শতাংশ নম্বর পেতে হবে। সিলেবাস পাবেন ওয়েবসাইটে। নিয়োগের আগে ডাক্তারি পরীক্ষা হবে।লিখিত পরীক্ষা হতে পারে ২৯ মার্চ। পরীক্ষা সংক্রান্ত তথ্য, কল লেটার, ফলাফল ইত্যাদি পাবেন www.iocl.com ওয়েবসাইটে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ২০ মার্চ। লিখিত পরীক্ষা হবে মুম্বই, আমেদাবাদ, ভোপাল, রাইপুর, পাঞ্জিম এবং সিলভাষায়।
ট্রেনিংয়ের সময় অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১/ ১৯৭৩/ অ্যাপ্রেন্টিসেস রুলস ১৯৯২ এবং কর্পোরেশনের নিয়ম অনুসারে স্টাইপেন্ড পাবেন।
প্রথমে ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে http://www.apprenticeship.gov.in ওয়েবসাইটের মাধ্যমে (আরডিএটি -তে) বা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসেবে http://portal.mhrdnats.gov.in ওয়েবসাইটের মাধ্যমে নিজের নাম রেজিস্টার করতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ (অপশনাল ট্রেড) -এর প্রার্থীরা নিজেদের নাম রেজিস্টার করবেন এনএসডিসি -তে https://apprenticeshipindia.org ওয়েবসাইটের মাধ্যমে।
অনলাইন দরখাস্ত সাবমিট করবেন ২০ মার্চের মধ্যে।আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।