Home Central Government অ্যাডভান্সড কম্পিউটিংয়ে ১৩২ প্রোজেক্ট ম্যানেজার ও ইঞ্জিনিয়ার

অ্যাডভান্সড কম্পিউটিংয়ে ১৩২ প্রোজেক্ট ম্যানেজার ও ইঞ্জিনিয়ার

4
0
c-dac noida
c-dac noida

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রোজেক্ট ম্যানেজার ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে ১৩২ জনকে নিচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংয়ে। নিয়োগ হবে অ্যাপ্লিকেশন পারফরম্যান্স ম্যানেজমেন্ট, সফটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এম্বেডেড সফটওয়্যার ডেভেলপার সহ বিভিন্ন ডিসিপ্লিনে।

(১) প্রোজেক্ট ম্যানেজার (অ্যাপ্লিকেশন পারফরম্যান্স ম্যানেজমেন্ট/ ডেটা সেন্টার অপারেশন্স): শূন্যপদ ২টি। কম্পিউটার সায়েন্স/ আইটি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং সিকিউরিটির প্রথম শ্রেণির বি ই/ বি টেক কিংবা ওপরে বলা বিষয়গুলির এম ই/ এম টেক অথবা পিএইচডি ডিগ্রিধারীরা বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে বি ই/ বি টেক/ এমসিএ ডিগ্রিধারীদের ক্ষেত্রে ১১ বছরের, এম ই/ এম টেক ডিগ্রিধারীদের ক্ষেত্রে ৭ বছরের এবং পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩১-১-২০২০ তারিখের হিসেবে ৫০ বছরের মধ্যে। মূল মাইনে ৬৪,০০০ টাকা।

(২) প্রোজেক্ট ম্যানেজার (প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিসার): শূন্যপদ ১টি। কম্পিউটার সায়েন্স/ আইটি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইলেক্ট্রনিক্সের প্রথম শ্রেণির বি ই/ বি টেক কিংবা ওপরে বলা বিষয়গুলির এম ই/ এম টেক অথবা পিএইচডি ডিগ্রিধারীরা বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে বি ই/ বি টেক/ এমসিএ ডিগ্রিধারীদের ক্ষেত্রে ১১ বছরের, এম ই/ এম টেক ডিগ্রিধারীদের ক্ষেত্রে ৭ বছরের এবং পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩১-১-২০২০ তারিখের হিসেবে ৫০ বছরের মধ্যে। মূল মাইনে ৬৪,০০০ টাকা।

(৩) প্রোজেক্ট ম্যানেজার (সফটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট): শূন্যপদ ৭টি। কম্পিউটার সায়েন্স/ আইটি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইলেক্ট্রনিক্সের প্রথম শ্রেণির বি ই/ বি টেক কিংবা ওপরে বলা বিষয়গুলির এম ই/ এম টেক অথবা পিএইচডি ডিগ্রিধারীরা বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে বি ই/ বি টেক/ এমসিএ ডিগ্রিধারীদের ক্ষেত্রে ১১ বছরের, এম ই/ এম টেক ডিগ্রিধারীদের ক্ষেত্রে ৭ বছরের এবং পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩১-১-২০২০ তারিখের হিসেবে ৫০ বছরের মধ্যে। মূল মাইনে ৬৪,০০০ টাকা।

(৪) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (ডিবিএ/ অ্যাপ্লিকেশন সার্ভার অ্যাডমিন/ সার্ভার অ্যান্ড ক্লাউড অ্যাডমিন/ সিকিউরিটি অ্যানালিস্ট/ ব্যাকআপ অ্যান্ড স্টোরেজ অ্যাডমিন/ ডেটা সায়েন্টিস্ট/ বিগ ডেটা ডেভেলপার): শূন্যপদ ৯টি। কম্পিউটার সায়েন্স/ আইটি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং সিকিউরিটির প্রথম শ্রেণির বি ই/ বি টেক কিংবা ওপরে বলা বিষয়গুলির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩১-১-২০২০ তারিখের হিসেবে ৩৭ বছরের মধ্যে। মূল মাইনে ৪৬,৫০০ টাকা।

(৫) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (ডিবিএ/ অ্যাপ্লিকেশন সার্ভার অ্যাডমিন/ ডেটা সায়েন্টিস্ট/ বিগ ডেটা ডেভেলপার): শূন্যপদ ৩টি। কম্পিউটার সায়েন্স/ আইটি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং সিকিউরিটির প্রথম শ্রেণির বি ই/ বি টেক কিংবা ওপরে বলা বিষয়গুলির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩১-১-২০২০ তারিখের হিসেবে ৩৭ বছরের মধ্যে। মূল মাইনে ৩৭,২০০ টাকা।

(৬) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সফটওয়্যার কোয়ালিটি অ্যাশিওরেন্স): শূন্যপদ ৩টি। কম্পিউটার সায়েন্স/ আইটি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং সিকিউরিটির প্রথম শ্রেণির বি ই/ বি টেক কিংবা ওপরে বলা বিষয়গুলির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩১-১-২০২০ তারিখের হিসেবে ৩৭ বছরের মধ্যে। মূল মাইনে ৪৩,৪০০ টাকা।

(৭) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপার/ ইমপ্লিমেন্টেশন): শূন্যপদ ২১টি। এরমধ্যে থেকে হেলথ ইনফর্মেটিক্স- বিজনেস ডেভেলপমেন্ট এন্ড প্রোজেক্ট ম্যানেজমেন্ট: শূন্যপদ ৮টি। হেলথ ইনফর্মেটিক্স- ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট: শূন্যপদ ৬টি। স্পিচ এন্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং: শূন্যপদ ৭টি। কম্পিউটার সায়েন্স/ আইটি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইলেক্ট্রনিক্সের প্রথম শ্রেণির বি ই/ বি টেক কিংবা ওপরে বলা বিষয়গুলির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩১-১-২০২০ তারিখের হিসেবে ৩৭ বছরের মধ্যে। মূল মাইনে ৩৭,২০০ টাকা।

(৮) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (এম্বেডেড সফটওয়্যার ডেভেলপার): শূন্যপদ ৪টি। কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের প্রথম শ্রেণির বি ই/ বি টেক কিংবা ওপরে বলা বিষয়গুলির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩১-১-২০২০ তারিখের হিসেবে ৩৭ বছরের মধ্যে। মূল মাইনে ৩৭,২০০ টাকা।

(৯) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপার/ ইমপ্লিমেন্টেশন)- ই অ্যান্ড টি: শূন্যপদ ৩টি। কম্পিউটার সায়েন্স/ আইটি/ কম্পিউটার এপ্লিকেশন/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশনের প্রথম শ্রেণির প্রথম শ্রেণির বি ই/ বি টেক অথবা কম্পিউটার সায়েন্স/ আইটি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইলেক্ট্রনিক্সের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।সঙ্গে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩১-১-২০২০ তারিখের হিসেবে ৩৭ বছরের মধ্যে। মূল মাইনে ৩৭,২০০ টাকা।

(১০) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (ফ্যাকাল্টি): শূন্যপদ ১টি। কম্পিউটার সায়েন্স/ আইটি/ কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম শ্রেণির বি ই/ বি টেক বা এমসিএ ডিগ্রিধারীরা অথবা ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/ আইটি-র প্রথম শ্রেণির বি ই/ বি টেক ডিগ্রিধারীরা এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/ মার্কেটিংয়ের এমবিএ ডিগ্রিধারীরা অথবা ইলেক্টনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ভিএলএসআই ডিজাইন/ কম্পিউটার সায়েন্স/ আইটি-র প্রথম শ্রেণির এম ই/ এম টেক ডিগ্রিধারীরা অথবা ইলেক্টনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ভিএলএসআই ডিজাইন/ কম্পিউটার সায়েন্স/ আইটি-র পিএইচডি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। তবে পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে কোনও অভিজ্ঞতা না থাকলেও চলবে। বয়স হতে হবে ৩১-১-২০২০ তারিকেরঃ হিসেবে ৩৭ বছরের মধ্যে। মূল মাইনে ৩৭,২০০ টাকা।

(১১) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (ডিজিটাল মার্কেটিং): শূন্যপদ ১টি। কম্পিউটার সায়েন্স/ আইটি/ কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম শ্রেণির বি ই/ বি টেক ডিগ্রিধারীরা মার্কেটিং/ অপেরেশনের এমবিএ ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বয়স হতে হবে ৩১-১-২০২০ তারিখের হিসেবে ৩৭ বছরের মধ্যে। মূল মাইনে ৩১,০০০ টাকা।

(১২) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপার): শূন্যপদ ৭৫টি। কম্পিউটার সায়েন্স/ আইটি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইলেক্ট্রনিক্সের প্রথম শ্রেণির বি ই/ বি টেক ডিগ্রিধারী অথবা ওপরে বলা বিষয়গুলির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ২ অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩১-১-২০২০ তারিখের হিসেবে ৩৭ বছরের মধ্যে। মূল মাইনে ৩৭,২০০ টাকা।

(১৩) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার): শূন্যপদ ৪টি। এরমধ্যে থেকে ই-গভর্ন্যান্সে ৩টি, হেলথ ইনফর্মেটিক্স- ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে ১টি। কম্পিউটার সায়েন্স/ আইটি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইলেক্ট্রনিক্সের প্রথম শ্রেণির বি ই/ বি টেক ডিগ্রিধারী অথবা ওপরে বলা বিষয়গুলির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ২ অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩১-১-২০২০ তারিখের হিসেবে ৩৭ বছরের মধ্যে। মূল মাইনে ৩৭,২০০ টাকা।

সব ক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। কাজ করতে হবে ২ বছরের চুক্তিভিত্তিতে। তবে ভাল কাজের নিরিখে ও প্রয়োজন অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়তে পারে।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা/ পার্সোনাল ইন্টারভিউ বা অন্য পরীক্ষার মাধ্যমে। বাছাই প্রক্রিয়ার বিস্তারিত তথ্য পাবেন নিচে বলা ওয়েবসাইটে।

আবেদন করবেন অনলাইনে  www[dot]cdac[dot]in ওয়েবসাইটের মাধ্যমে, ১১ মার্চের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি (৪০০ কেবি সাইজের মধ্যে জেপিজি ফর্ম্যাটে) স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করে সময় আপলোড করতে হবে। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: C-DAC/Noida/02/February/2020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করুন:– https://cdac.in/index.aspx?id=ca_noida_recruit_Feb2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here