Home Central Government স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে কেন্দ্রীয় সরকারে ১,৩৫৫ অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ফটোগ্রাফার,...

স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে কেন্দ্রীয় সরকারে ১,৩৫৫ অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ফটোগ্রাফার, স্টোরকিপার

57
0
SSC Recruitment
SSC Recruitment

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে ১,৩৫৫ জনকে নিচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে। নিয়োগ হবে রাইস ডেভেলপমেন্ট, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার, সুগারকেন ডেভেলপমেন্ট, জেনারেল মেডিক্যাল সার্ভিস জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সহ বিভিন্ন কেন্দ্রীয় বিভাগগুলিতে। প্রার্থীবাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। যে কোনও ভারতীয় নাগরিক নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।

রিজিওন অনুযায়ী শূন্যপদগুলি হল— সেন্ট্রাল রিজিয়নে: মোট শূন্যপদ ১৬৫টি। নিয়োগ হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অপারেটর, স্টোরকিপার, জুনিয়র ইঞ্জিনিয়ার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অফিসার, ডায়াটেশিয়ান, টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট, টেক্সটাইল ডিজাইনার, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, গার্ল ক্যাডেট ইনস্ট্রাক্টর, ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি আটেনড্যান্ট ইত্যাদি পদে।

ইস্টার্ন রিজিয়নে: মোট শূন্যপদ ৩৫৫টি। নিয়োগ হবে লাইব্রেরি এন্ড ইনফর্মেশন অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি ক্লার্ক, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র জুলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অপারেটর, গার্ল ক্যাডেট ইনস্ট্রাক্টর, টেকনিক্যাল অফিসার, ফিল্ড আটেনড্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ইনস্ট্রাক্টর, রিসার্চ অ্যাসোসিয়েট, লাইব্রেরি এন্ড ইনফর্মেশন অ্যাসিস্ট্যান্ট, কম্পোজিটর, ক্যান্টিন আটেনড্যান্ট, টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট, ক্লার্ক, সিনিয়র সার্ভেয়র ইত্যাদি পদে।

কর্ণাটক রিজিয়নে: মোট শূন্যপদ ২২টি। ইনস্ট্রাক্টর, অ্যাসিস্ট্যান্ট কিউরেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র রেডিও টেকনিশিয়ান, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসোসিয়েট, গার্ল ক্যাডেট ইনস্ট্রাক্টর, কার্পেন্টার-কাম-আর্টিস্ট, ফটো অ্যাসিস্ট্যান্ট, রিসেপশনিস্ট/ টিকিটিং অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে।

মধ্যপ্রদেশ রিজিয়নে: মোট শূন্যপদ ২৩টি। নিয়োগ হবে গার্ল ক্যাডেট ইনস্ট্রাক্টর, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, টিউটর, পারফিউশনিস্ট, স্টোর ইনচার্জ, ল্যাবরেটরি আটেনড্যান্ট, মেডিক্যাল রেকর্ড অফিসার, নার্সিং অফিসার ইত্যাদি পদে।

নর্থ-ইস্টার্ন রিজিয়নে: মোট শূন্যপদ ২৮টি। নিয়োগ হবে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডিয়াটেশিয়ান, টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসোসিয়েট, ইনভেস্টিগেটর, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অপারেটর, ফটোগ্রাফার, ফিল্ড কাম ল্যাবরেটরি আটেনড্যান্ট ইত্যাদি পদে।

নর্দার্ন রিজিয়নে: মোট শূন্যপদ ৩৩১টি। লাইব্রেরি এন্ড ইনফর্মেশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কিউরেটর, কার্পেন্টার কাম আর্টিস্ট, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক অফিসার, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন অফিসার, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ট্রান্সলেটর, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার, সিনিয়র প্রোজেকশনিস্ট, অ্যাসিস্ট্যান্ট ড্রাগ ইনস্পেক্টর, অফসেট মেশিনম্যান, টেকনিক্যাল ক্লার্ক, স্যানেটারি ইনস্পেক্টর, সেকশন অফিসার, জিওগ্রাফার ইত্যাদি পদে।

নর্থ-ওয়েস্টার্ন রিজিয়নে: মোট শূন্যপদ ৩১৬টি। নিয়োগ হবে ল্যাবরেটরি আটেনড্যান্ট, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেনিক্যাল অপারেটর, বয়লার আটেনড্যান্ট, ওয়ার্কশপ আটেনড্যান্ট, ইনভেস্টিগেটর, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, গার্ল ক্যাডেট ইনস্ট্রাক্টর, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার, ডেটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অফিসার, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র কম্পিউটার, অ্যাসিস্ট্যান্ট কমিউনিকেশন অফিসার ইত্যাদি পদে।

সাউদার্ন রিজিয়নে: মোট শূন্যপদ ৩২টি। নার্সিং অর্ডারলি, স্টকম্যান, গার্ল ক্যাডেট ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর, সিনিয়র রেডিও টেকনিশিয়ান, জুনিয়র জুলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, ইত্যাদি পদে।

ওয়েস্টার্ন রিজিয়নে: মোট শূন্যপদ ৮৯টি। মেকানিক্যাল সুপারভাইজর, কস্টিং অফিসার, স্টকম্যান, জুনিয়র কম্পিউটার, ফিল্ড কাম ল্যাবরেটরি আটেনড্যান্ট, গার্ল ক্যাডেট ইনস্ট্রাক্টর, কেয়ারটেকার, সিনিয়র ফটোগ্রাফার, ইকোনোমিক অফিসার, লাইব্রেরি এন্ড ইনফর্মেশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট স্টোরকিপার, মেকানিক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র রেডিও টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ইন্সট্রাক্টর স্টেনোগ্রাফি, ডিয়াটেশিয়ান, এগ্রিকালচার ফিল্ড ম্যান ইত্যাদি পদে।

পদ অনুযায়ী মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা গ্র্যাজুয়েট বা তার থেকে বেশি শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন। রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড-এর সাহায্যে ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

পদ অনুযায়ী বয়স হতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে ২৫, ২৭ বা ৩০ বছরের মধ্যে। বয়সের নিম্নসীমা ১৮ বছর হবে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকার নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে পদ অনুযায়ী লেভেল-১/ ৪/ ৬ ও ৭ হিসেবে। বয়স ও মূল মাইনে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন নিচে বলা ওয়েবসাইটে।

প্রার্থীবাছাই হবে কম্পিউটার বেসড পরীক্ষা, স্কিল টেস্ট (টাইপিং/ ডেটা এন্ট্রি/ কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ইত্যাদি), নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে https://ssc.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ২০ মার্চের মধ্যে। প্রাথীদের প্রথমে ওয়ানটাইম রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। জমা দেবেন অনলাইন বা অফলাইনে। অনলাইনে জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যেম, ২৩ মার্চের মধ্যে। অন্যদিকে, অফলাইনে জমা দেবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডাউনলোড করা চালানের মাধ্যমে, ২৫ মার্চের মধ্যে। তবে চালান জেনারেট করতে হবে ২৩ মার্চের মধ্যেই। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: Phase-VIII/2020/Selection Posts. বয়স, মূল মাইনে, প্রার্থীবাছাই পদ্ধতি সহ আরও বিস্তারিত বিষয়ে জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করুন:– https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_21022020.pdf
অনলাইন আবেদন করুন:– https://ssc.nic.in/Portal/Apply

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here