Home Central Government বেসিলে ৪৬৪ মাল্টি টাস্কিং স্টাফ

বেসিলে ৪৬৪ মাল্টি টাস্কিং স্টাফ

24
0
BECIL recruitment
BECIL recruitment

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মাল্টি টাস্কিং স্টাফ পদে ৪৬৪ জনকে নিচ্ছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড। চুক্তিভিক্তিতে নিয়োগ হবে ইস্ট দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে।
কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। পারিশ্রমিক মাসে ১৪,৮৪২ টাকা।
প্রার্থীবাছাই হবে টেস্ট/ ইন্টারভিউয়ের মাধ্যমে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন নিচে বলা ওয়েবসাইটে।

আবেদনের জন্য রেজিস্ট্রেশন করবেন নির্ধারিত বয়ানে। বয়ান পাবেন www.becil.com ওয়েবসাইটে। একটি সাদা কাগজে বয়ানের প্রিন্ট নিয়ে নেবেন। পূরণ করবেন সঠিকভাবে। রেজিস্ট্রেশন ফি বাবদ দিতে হবে ৫০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২৫০) টাকা। ফি জমা দেবেন ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ড্রাফটি কাটবেন “BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED”-এর অনুকূলে। যেন তা নিউ দিল্লিতে ভাঙানোর যোগ্য হয়। এছাড়া নিচে বলা ঠিকানায় গিয়ে সরাসরি নগদে ফি দিতে পারেন।

সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে দেবেন যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদির স্বপ্রত্যয়িত জেরক্স এবং ২ কপি পাসপোর্ট মাপের ছবি ও ডিমান্ড ড্রাফটের মূলটি। এগুলি একটি খামে ভরে দরখাস্ত এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ১৫ জুনের মধ্যে। এই ঠিকানায়: Deputy General Manager (HR) in BECIL’s Head Office at BECIL, 14-B, Ring Road, I.P. Estate, New Delhi-110002. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: BECIL/HR/EDMC/Advt.2020/(Corrigendum). কোনও তথ্যের জন্য ফোন করতে পারেন এই নম্বরে: 011-23378823. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করুন:–

বয়ান ডাউনলোড করুন:–

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here