কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ২০০৯ এর আয়লা এবং ২০১৯ এর ফণী ও বুলবুলের প্রলয়ঙ্কর উত্তরসূরী সাম্প্রতিক আম্ফানের ছোবলে আজ বিধ্বস্ত সুন্দরবনের অহঙ্কার তার ম্যানগ্রোভ অরণ্য। এরফলে নদীক্ষয়, ভূমিক্ষয় যেমন বেড়েছে, কমেছে তেমনি অক্সিজেনের জোগানও। আর অক্সিজেনের পরিমাণ কমায় বাতাসে আর্দ্রতা বহুগুণ বেড়ে গেছে। এই অবস্থায় ম্যানগ্রোভকে বাঁচাতে অবিলম্বে সুন্দরবনের বিধ্বস্ত ম্যানগ্রোভের পুনর্গঠন জরুরি। ম্যানগ্রোভ বাঁচলে ভূমিক্ষয় কমবে। নদী ভাঙনের পরিমাণে হ্রাস ঘটবে এবং সুশীতল হবে ধরণী।
এই অবস্থায় ম্যানগ্রোভকে বাঁচিয়ে রাখতে স্বেচ্ছাসেবী সংগঠন (NGO)-এর সহৃদয় সহায়তা একান্ত প্রয়োজন। অনাবিল সবুজের এই বনানীকে বাঁচিয়ে রাখতে, স্বেচ্ছাসেবী সংগঠনরা আসুন, একযোগে হাতে হাত মিলিয়ে কাজ করি। মনে রাখবেন, আপনার আন্তরিক সহযোগিতাই পারে ম্যানগ্রোভ অরণ্যকে তার পুরোনো মহিমায় ফিরিয়ে আনতে। এবেলা একযোগে আমরা শপথ করি, আর ধ্বংস নয়, এবার নবসৃজনে সবুজ হয়ে উঠুক ম্যানগ্রোভ।